Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পানি নিয়ে ট্রেন গেল খরাক্রান্ত লাতুরে

প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতের পশ্চিমাঞ্চলীয় মহারাষ্ট্রের সাঙ্গিল জেলার মিরাজ থেকে দশটি ওয়াগনে করে পাঁচ লক্ষ লিটার পানিভর্তি নিয়ে খরা বিধ্বস্ত লাতুরে পৌঁছেছে একটি মালবাহী ট্রেন। গতকাল ভোর ৫টা নাগাদ ট্রেনটি সেখানে পৌঁছায়। পানি নিয়ে ৩৭৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে লাতুরে আসতে ট্রেনটির সময় লেগেছে ১৮ ঘণ্টা। প্রত্যেকটি ওয়াগনে ৫৪ হাজার লিটার পানি রয়েছে। সাঙ্গিলে দুই দিন ধরে ওয়াগনগুলোতে পানি ভরা হয়েছে। এই পানি প্রথমে রেল স্টেশনসংলগ্ন ট্যাঙ্কে স্থানান্তর করা হবে এবং পরে তা জনগণকে সরবরাহ করা হবে। রাজ্যের রেলমন্ত্রী সুরেশ প্রভুর উদ্যোগে এ ব্যবস্থা করা হয়েছে। তার রাজ্যের বহু স্থানে মানুষ প্রচ- পানি সমস্যায় রয়েছে। বিশেষ করে লাতুরের গ্রামে ২ কোটি ৪৫ লাখ মানুষ সবচেয়ে বেশি পানি কষ্টে আছে। রেলওয়ে কর্তৃপক্ষ লাতুরের গ্রামগুলোতে এরকম প্রয়োজনভিত্তিক সরবরাহ ব্যবস্থা হাতে নিয়েছে এবং তা সমস্যা না কাটা পর্যন্ত চলবে। বর্তমানে মহারাষ্ট্রের ১৫ হাজার গ্রামে তীব্র পানি সংকট চলছে। এসব গ্রামের বেশির ভাগই লাতুর, বিড ও ওসমানাবাদ জেলায়। ইন্ডিয়া টুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পানি নিয়ে ট্রেন গেল খরাক্রান্ত লাতুরে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ