Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ন্যূনতম সুষ্ঠু নির্বাচন হলে সম্মানজনক ভোটের ব্যবধানে জয়ী হবো -হাসান উদ্দিন সরকার

গাজীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ জুন, ২০১৮, ১২:৩৫ পিএম

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে সক্রিয়ভাবে অংশ নিতে ভোটারদের আহ্বান জানিয়েছেন বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী হাসান উদ্দিন সরকার। তিনি বলেছেন, ‘ভোটের দিন যত ঝড়-বৃষ্টি ও বাধা থাকুক না কেন, আপনারা কেন্দ্রে ভোট দিতে আসবেন। নিজের জীবন দিয়ে হলেও ভোট কারচুপি ঠেকাবো।’

রবিবার (২৪ জুন) বেলা ১১টার দিকে টঙ্গীতে বিএনপি’র প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘যদি ন্যূনতম সুষ্ঠু নির্বাচন হয়, তবে সম্মানজনক ভোটের ব্যবধানে জয়ী হবো।’

হাসান উদ্দিন সরকার নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে আপনার সংশয় কেন- জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের নেতাকর্মীদের গণহারে গ্রেফতার করা হচ্ছে। এজেন্টদের হুমকি দেওয়া হচ্ছে। পুলিশ এজেন্টদের বাড়ি বাড়ি গিয়ে বলছে, জাহাঙ্গীরের সঙ্গে দেখা করো, নয় তো এলাকা ছেড়ে পালাও। আমাদের নেতাকর্মীদের জীবনের কোনও নিরাপত্তা নেই।’

নির্বাচন প্রসঙ্গে হাসান উদ্দিন সরকার বলেন, ‘গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন পরিচালনার যে নিয়ম- কানুন কমিশন থেকে দেওয়া হয়েছে, সরকার সেটি সম্পূর্ণভাবে বাস্তবায়ন করুক, এটাই আমরা দেখতে চাই।’



 

Show all comments
  • মহিউদ্দিন ২৪ জুন, ২০১৮, ৮:৩০ এএম says : 0
    আওয়ামীলীগে আমলে সুষ্ঠু নির্বাচনের আশা কার যায়না।
    Total Reply(1) Reply
    • Mukit khan ২৪ জুন, ২০১৮, ৩:০৮ পিএম says : 4
      Bhai eta thikk kotha noy

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ