Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইরানে পৌঁছেছে রুশ মিসাইল

প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইসরাইল, যুক্তরাষ্ট্র এবং সউদি আরবের বিরোধিতা সত্ত্বেও ইরানকে এস-৩০০ সারফেস টু এয়ার মিসাইল জোগান দিতে শুরু করেছে রাশিয়া। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র হোসেন জাবেরি-আনসারি বলেছেন, মিসাইল চুক্তির প্রথম ধাপ বাস্তবায়ন ইতিমধ্যে শুরু হয়েছে। তবে ঠিক কি পরিমাণ মিসাইল ইরানকে দেয়া হয়েছে সে ব্যাপারে নিশ্চয়তা পাওয়া যায়নি। গত বছর ইরানের উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর রাশিয়ার সাথে তাদের বিতর্কিত চুক্তির কার্যক্রম আবার শুরু হয়। ইরানের পারমাণবিক কার্যক্রমের উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। এই নিষেধাজ্ঞার উদ্দেশ্য ছিল, যে কোন ধরনের পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে ইরানকে বিরত রাখা। যদিও ইরান বলেছে, তারা পারমাণবিক বোমা তৈরি করতে চায় না বরং শুধুমাত্র শান্তিপূর্ণ কারণেই এই গবেষণা করেছে তারা। রাশিয়ার সাথে ইরানের মিসাইল চুক্তি হয়েছিল ২০০৭ সালে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে ৮০০ মিলিয়ন ডলারের এই চুক্তি ২০১০ সালে বন্ধ করে দেয়া হয়। রুশ প্রেসিডেন্ট পুতিন এক বছর আগে আবার চুক্তিটিকে কার্যকর করেন। যুক্তরাষ্ট্র, ইসরাইল এবং সউদি আরব এর বিরোধিতা করে আসছেন প্রথম থেকেই। তাদের ভয় হচ্ছে, এই মিসাইলগুলোই ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো লুকিয়ে রাখতে সাহায্য করবে। এপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইরানে পৌঁছেছে রুশ মিসাইল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ