Inqilab Logo

বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

আল-শাবাব সমর্থক সাংবাদিকের দন্ড কার্যকর

প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : বিদ্রোহীগোষ্ঠী আল-শাবাবকে সহায়তাকারী সোমালিয়ার একজন সাংবাদিকের মৃত্যুদ- কার্যকর করা হয়েছে। বিবিসি বলছে, সম্মানিত পাঁচ সাংবাদিককে হত্যায় আল-শাবাবকে সহায়তার অভিযোগে দেশটির একটি সামরিক আদালত হাসান হানাফি নামের ওই সাংবাদিককে মৃত্যুদ-ে দ-িত করে। রাজধানী মোগাদিশুতে ওই সেনা আদালতে গেল মাসে দ-িত হন এক সময়ের ব্রডকাস্টার হানাফি। তার মৃত্যুদ- ফায়ারিং স্কোয়াডে কার্যকর করা হয়। ২০০৭ থেকে ২০১১ সালের মধ্যে আল-শাবাবের রোষানলের শিকার হওয়া সম্ভাব্য সাংবাদিকদের চিনিয়ে দিতে সহায়তা করেন হানাফি। আল-শাবাবের মুখপত্র বলে পরিচিতি পাওয়া রেডিও আন্দালুসে কাজ করার পর হানাফি জঙ্গিগোষ্ঠীটির সশস্ত্র শাখায় যোগ দিয়েছিলেন। দ্য কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট বলছে, ২০০৭ সাল থেকে মোসালিয়ায় ২৫ জনেরও বেশি সাংবাদিক খুন হয়েছেন। আল-শাবাবের হয়ে কাজ করার সময় হানাফি সাংবাদিকদের জঙ্গি গোষ্ঠীটিতে যোগ না দিলে হত্যার হুমকি দিতেন। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আল-শাবাব সমর্থক সাংবাদিকের দন্ড কার্যকর
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ