মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : মাত্র ১০ দিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, পিয়ংইয়ংয়ের কাছে থেকে পারমাণবিক হামলার কোনো ধরনের ঝুঁকি নেই। অথচ সেই ট্রাম্পই উত্তর কোরিয়াকে ‘অস্বাভাবিক হুমকি’ হিসেবে উল্লেখ করে দেশটির ওপর ফের নিষেধাজ্ঞা আরোপ করেছেন! খবরে বলা হয়েছে, উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র ঝুঁকিকে যুক্তরাষ্ট্র জাতীয় জরুরি অবস্থা হিসেবে বিবেচনা করে। শুক্রবার নতুন করে এই জরুরি অবস্থার মেয়াদ বাড়িয়েছেন ট্রাম্প। কোরীয় উপদ্বীপে পিয়ংইয়ংয়ের অস্ত্র ও অস্ত্র হিসেবে ব্যবহারযোগ্য উপাদানের উপস্থিতির ঝুঁকি, উত্তর কোরিয়ার সরকারি কর্মকাÐ ও নীতির কারণে মার্কিন এ জরুরি অবস্থার স¤প্রসারণ করা হয়েছে বলেও জানানো হয়েছে। শুক্রবার মার্কিন কংগ্রেসকে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘দেশটি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা, পররাষ্ট্র নীতি এবং অর্থনীতির জন্য অস্বাভাবিক এবং বিশেষ হুমকি।’ সিঙ্গাপুরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে ঐতিহাসিক বৈঠকের পরদিন ১৩ জুন সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেয়া এক বার্তায় ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ‘উত্তর কোরিয়ার কাছে থেকে আর কোনো পারমাণবিক হামলার হুমকি নেই।’ ওই বৈঠকের কারণেই দক্ষিণ কোরিয়ার সঙ্গে কোরীয় দ্বীপের যৌথ সামরিক মহড়ার স্থগিত করে যুক্তরাষ্ট্র। কূটনৈতিক বোঝাপড়ার স্বার্থেই এই মহড়া স্থগিত করা হয় বলে জানায় পেন্টাগন। বৈঠকের পর অপ্রত্যাশিত ছাড়ের মাধ্যমে বার্ষিক ‘যুদ্ধ খেলা’ অবসানের প্রতিশ্রুতি দেন মার্কিন প্রেসিডেন্ট। এই সামরিক মহড়াকে উসকানিমূলক এবং ব্যয়বহুল বলেও উল্লেখ করেন তিনি। তবে যুক্তরাষ্ট্রের নতুন করে নেওয়া এ পদক্ষেপের পর এ বিষয়ে উত্তর কোরিয়ার পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া আসেনি। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।