Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পৃথক দুর্ঘটনায় নিহত ১৮ আহত ২০

| প্রকাশের সময় : ২২ জুন, ২০১৮, ১১:৪০ পিএম

ইনকিলাব ডেস্ক : দেশের পৃথক স্থানে দুর্ঘটনায় ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। সড়ক দুর্ঘটনায় নওগাঁয় ৩, যশোরের চৌগাছায় ১, রাউজানে ৩, ফটিকছড়িতে ১, মাদারীপুরে ১, কুমিল্লার চান্দিনায় ১, সিরাজগঞ্জের রাইগঞ্জে ২, ঝিনাইদহের শৈলকুপায় ১, সুনামগঞ্জে ১, কক্সবাজারে সাগরে গোসলে নেমে ১, নরসিংদী ও গাইবান্দায় পানিতে ডুবে ৩ জন নিহত হয়েছেন। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট :
যশোর ব্যুরো জানায়, যশোরের ঝিকরগাছা-চৌগছা সড়কের বাসের ধাক্কায় গতকাল হোসেন আলী (৪০) নামের এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। হোসেন আলী উপজেলার পাশাপোল ইউনিয়নের পলুয়া গ্রামের মৃত তোরাব আলীর জামাই। নিহতের স্বজনরা জানিয়েছেন, হোসেন আলী পলুয়া গ্রামেই থাকতেন। জানা যায়, শুক্রবার সকালে তার শাশুড়ির লাশ দাফন শেষে দুপুরে ছুটিপুর বাজার থেকে আসার সময় পিছন থেকে চৌগাছাগামী যাত্রীবাহী যশোর-ব ১২৩১ নং বাস তাকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই তিনি মারা যান। চৌগাছা থানার ওসি খন্দকার শামীম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
মুন্সী কামাল আতাতুর্ক মিসেল,চান্দিনা থেকে জানান, গত বৃহস্পতিবার রাতে কুমিল্লার লাকসাম পৌর শহরের দৌলতগঞ্জ রেল স্টেশন জামে মসজিদের সামনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বাজারে যানজটের বিধিনিষেধের কারনে ট্রাকটি শহরের দৌলতগঞ্জ মসজিদের সামনে দাঁড়িয়ে থাকে। এ সময় ক্লান্ত হয়ে পড়ায় ট্রাকের হেলপার ট্রাকের নিচে এবং চালক তার আসনে ঘুমিয়ে পড়ে। ওইদিন রাতে ট্রাকটির চালক হঠাৎ বাজারে প্রবেশের খবর পেয়ে দ্রæতগতিতে ট্রাকটি বাজারের দিকে চালাতে শুরু করেন। এক পর্যায়ে ট্রাকের নিচে থাকা ঘুমন্ত হেলপারের ওপর দিয়ে ট্রাকটি চালিয়ে দেন চালক। এ সময় হেলপার চিৎকার শুরু করলে চালক ট্রাকটি থামিয়ে নিচে নেমে দেখেন হেলপার চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত অবস্থায় পড়ে আছে। এ অবস্থায় ট্রাকের চালক আমিনুল ইসলাম ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ওই হেলপারকে উদ্ধার করে লাকসাম সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় । লাকসাম থানার ওসি আবদুল্লাহ আল মাহফুজ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
সুনামগঞ্জ জেলা সংবাদদাতা জানান, সুনামগঞ্জ সদর উপজেলায় গতকাল দুপুরে মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। তিনি উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের জাহাঙ্গীর নগর গ্রামের মৃত ইফনুস আলীর স্ত্রী। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর নগর গ্রামের পাশের পাকা রাস্তা পারপারের সময় স্থানীয় মঙ্গলকাটা বাজার থেকে একটি যাত্রীবাহী মোটর সাইকেল হালুয়ারঘাট বাজারে আসার পথে ঐ বৃদ্ধা মহিলাকে পেছন থেকে ধাক্কা দিয়ে মোটর সাইকেল ফেলে চালক পালিয়ে যায়। স্থানীয় জনতা ঐ বৃদ্ধা মহিলাকে গুরুতর আহত অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো.শহীদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেন ।
রাইগঞ্জ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, সিরাজগঞ্জের রাইগঞ্জ উপজেলায় যাত্রীবাহী একটি বাস গতকাল সকালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে অন্তত দুজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন।
হাতিকুমরুল মহাসড়ক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল কাদের জিলানি জানান, সকাল সাড়ে ৮টার দিকে ভূঁইয়াগাতি এলাকায় বগুড়াগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলে দুজন মারা যান। এরপর, স্থানীয় জনগণ ও পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে রাইগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয় বলে জানান তিনি।
শেরপুর জেলা সংবাদদাতা জানান, শ্রীবরদী হতে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস উল্টে কমপক্ষে ১৮ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৪ জনকে আশঙ্কাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর আহতরা উপজেলা সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন। ঘটনাটি গতকাল সকালে উপজেলার মাটিয়াকুড়া এলাকার।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার ভায়াডাঙ্গা থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস ঘটনাস্থলে এলে অপর দিক থেকে আরেকটি বাস ক্রসিং করে। এ সময় ঢাকাগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে পাশে পরিত্যক্ত মাঠে উল্টে যায়। এতে কমপক্ষে ১৮জন যাত্রী গুরুতর আহত হয়। উপজেলা সদর হাসপাতাল সূত্র জানায়, ৫ জনের অবস্থা আশংকাজনক। ঘটনার সত্যতা নিশ্চিত করেন এসআই শফিকুর রহমান ।
ঝিনাইদহ জেলা সংবাদদাতা জানান, ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মদনডাঙ্গায় কাভার্ড ভ্যানে চাপা পড়ে আব্দুল মজিদ খান (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি শৈলকুপা উপজেলার রতনপুর গ্রামের মৃত ওহাব খানের ছেলে। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। শৈলকুপা থানার ওসি আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নওগাঁ জেলা সংবাদদাতা জানান, নওগাঁর সাপাহারে গোডাউন পাড়ার মোড়ে গতকাল সড়ক দুর্ঘটনায় দুই আম ব্যবসায়ী ও বদলগাছীতে ট্রাকের ধাক্কায় লাব্বিক হোসেন (৯ বছর) নামে একটি শিশু নিহত হয়েছেন।
সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম শাহ জানান, সকালে নওগাঁ থেকে একটি ধান বোঝায় ট্রাক চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিলো। ট্রাকটি সাপাহার বাজার গোডাউন পাড়া মোড়ে আসলে একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান। নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর গ্রামের মাজেদ আলীর ছেলে সালাম (২৪) এবং ভোলা জেলার বড়চর সামাইয়া গ্রামের সিদ্দিকী বেপারীর ছেলে হিরো (৩০)।
অপর দিকে, বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, দুপুরে কুসারমাড়ি গ্রামের বাড়ি থেকে মকলেছুর রহমান তার ছেলে লাব্বিককে নিয়ে ভ্যানে করে বদলগাছী সদরে যাচ্ছিলেন। এসময় নওগাঁ থেকে বদলগাছীগামী একটি ট্রাক মির্জাপুর মোড়ে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি উল্টে ঘটনাস্থলেই শিশু লাব্বিকের মৃত্যু হয়।
রাউজান উপজেলা সংবাদতাতা জানান, চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কের রাউজান পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের ফরেস্ট অফিস এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে গিয়ে এক শিশুসহ ৩ যাত্রী নিহত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে ৭জন। নিহতদের মধ্যে তিন বছরের এক শিশু রয়েছে। তার নাম মোহাম্মদ নয়ন। দুর্ঘটনার শিকার বাসের চালক মোহাম্মদ ইউচুফ (৫৫)। অপর নিহত ব্যক্তির পরিচয় জানাতে পারেনি রাউজান থানা পুলিশ।
রাউজান থানার উপ-পরিদর্শক নুর নবী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ফটিকছড়ি উপজেলা সংবাদদাতা জানান, ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে। গতকাল শুক্রবার (২২/০৬/২০১৮) দুপুর ১২টায় বারইয়ারহাট-রামগড় মহাসড়কের করই বাগান নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, কুমিল্লার লাঙ্গলকোট এলাকার জনৈক হায়াতুন নবী ঈদ উপলক্ষ্যে তার পুত্র ও স্ত্রীকে নিয়ে ফটিকছড়ি উপজেলাধীন নারায়াণহাট ইউপির চাঁনপুর গ্রামে শ^শুরালয়ে বেড়াতে যায়। গতকাল দুপুরে তারা সিএনজি যোগে কুমিল্লার নাঙ্গলকোটের বাড়ীতে ফেরার পথে ফটিকছড়িস্থ বারইয়ারহাট-রামগড় মহাসড়কের করই বাগান নামকস্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে তাদের সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শিশু পুত্র তাসনিম আহমদ নাবিল (৬) ঘটনাস্থলে নিহত এবং হায়াতুন্নবী ও তার স্ত্রী গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফেনী হাসপাতালে প্রেরণ করে। খবর পেয়ে দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনর্চাজ আবুল কালাম আজাদ গাড়ি দু’টি আটক করে এবং নিহত শিশুর লাশ স্বজনদের কাছে হস্থান্তর করে।
মাদারীপুর জেলা সংবাদদাতা জানান, মাদারীপুরের কালকিনিতে যাত্রীবাহী বাস গাছের সাথে ধাক্কা লেগে চালক রবিউল নিহত ও ১৫ জন আহত হয়েছেন। বাসটি মহাসড়কে উল্টে থাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে যানবাহন চলাচল প্রায় এক ঘন্টা বন্ধ থাকে। এব্যাপারে কালকিনি ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক জানান, বাসটি মহাসড়কে উল্টে পড়ায় এক ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। ফলে বিকল্প মাদারীপুর-পাথুরিয়ারপাড় হয়ে যানবাহন করে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। দুর্ঘটনায় কবলিত বাসটি ঢাকা থেকে বরিশাল যাচ্ছিল।
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা জানান, গাইবান্ধার সুন্দরগঞ্জে পুকুরের গতকাল পানিতে ডুবে খোকন (০৬) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। খোকন ওই এলাকার নুরুন্নবী মিয়ার ছেলে। স্থানীয়রা জানায়, সকালে বাড়ির পাশে খেলতে যায় খোকন। এরপর দীর্ঘ সময় তাকে না দেখে বাড়ির লোকজন খুঁজতে শুরু করেন। অনেক খোঁজাখুজির একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে তার লাশ পাওয়া যায়। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
স্টাফ রিপোর্টার নরসিংদী থেকে জানান, নরসিংদীর রায়পুরা উপজেলায় মেঘনা নদীতে ডুবে শামিম ও শাহিনুর আক্তার শিমু নামে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। গতকাল বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মাহমুদাবাদ গ্রামের ঢাকা-সিলেট মহাসড়কের পাশে মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত শামিম ও শিমু ওই গ্রামের আলামিনের ছেলে-মেয়ে।
মাহমুদাবাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) আব্দুল ছাত্তার বিষয়টি নিশ্চিত করে জানান, শিশু দু’টির লাশ ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
কক্সবাজার : কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে পানিতে ডুবে মোহাম্মদ আলী আরফাত (২০) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। গতকাল বেলা ১২টায় কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। নিহত পর্যটক আরফাত চট্টগ্রাম হালিশহরের আমতলা এলাকার বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল বিষয়টি নিশ্চিত করে জানান, সকালের দিকে আরফাতসহ চার থেকে পাঁচজন বন্ধু সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসল করতে নামেন। একপর্যায়ে ঢেউয়ের তোড়ে আরফাত ভেসে যায়। এসময় অন্যান্য সহপাঠিরা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলেও জানান পুলিশের এ ঊর্ধ্বতন কর্মকর্তা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ