Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাপের মুখে অভিবাসন নীতিতে পরিবর্তন আনলেন ট্রাম্প

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ জুন, ২০১৮, ১:২৫ পিএম
চাপের মুখে অভিবাসন নীতিতে বুধবার পরিবর্তন এনেছেন আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও এর আগে তিনি বলেছিলেন, অভিবাসীদের থেকে তাদের সন্তানদের আলাদা করে ফেলার বিষয়ে সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার তার নেই।
 
এ বিষয়ে চুক্তি সাক্ষরের বিষয়ে ট্রাম্প বলেন, 'আমরা নির্বাহী আদেশে স্বাক্ষর করছি। আমি এটিকে খুবই গুরুত্বপূর্ণ নির্বাহী আদেশ বলেই মনে করছি। তবে একই সময়ে আমরা সবচেয়ে শক্তিশালী ও নিরাপদ সীমান্তের বিষয়ে নিশ্চিত হতে চাই।'
 
অভিবাসীদের স্রোত ঠেকাতে ও তদন্তের স্বার্থে যুক্তরাষ্ট্র সীমান্তে পরিবার থেকে শিশুদের আলাদা করে ফেলা হয়। এ নিয়ে অনেক দিন ধরেই বিতর্ক চলছিল।নিষ্ঠুর এ কৌশল বন্ধে আহ্বা জানিয়েছিলেন বিভিন্ন ধর্ম, রাজনৈতিক দল ও রাষ্ট্রীয় নেতারা। সম্প্রতি বিষয়টাকে 'হৃদয়বিদারক' বলে আখ্যা দেন ট্রাম্পের স্ত্রী ও যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া। সাবেক ফার্স্ট লেডিরাও বিষয়টি নিয়ে সমালোচনায় মুখর হন। সূত্র: সিএনএন


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্প


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ