Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈদে ছেলেকে দেখতে যাননি শাকিব

| প্রকাশের সময় : ২১ জুন, ২০১৮, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: ঈদে চিত্রনায়ক শাকিব তার ছেলে আব্রাহাম জয়কে দেখতে যাননি। এমনকি ফোন করে খবরও নেননি। ফলে আব্রাহামের ঈদ কেটেছে মা অপু বিশ্বাসের সঙ্গে। এ ব্যাপারে অপু বিশ্বাস জানিয়েছেন, এবারের ঈদে বাসায়ই ছিল জয়। ভেবেছিলাম বিকেলে কিংবা সন্ধ্যায় জয়কে নিয়ে বাইরে ঘুরতে যাবো। বৃষ্টির কারণে ওকে নিয়ে বের হতে পারিনি। ফলে বাসায় জয় আনন্দ করে, নতুন জামা পরে পুরো বাড়িতে ঘুরে বেড়িয়েছে। শাকিব খানের সঙ্গে জয়ের দেখা হয়েছে কিনা জানতে চাইলে অপু বলেন, এই বিষয়টা নিয়ে কথা বলতে গেলে আমি খুবই বিব্রতবোধ করি। এই বিষয়গুলো নিয়ে আমি কোনও মন্তব্য করতে চাই না। শাকিবকেই এটা জিজ্ঞাসা করুন। অপুর এ কথা থেকেই বোঝা যায় শাকিব ঈদে নিজ সন্তানের কোনো খোঁজখবর নেননি। অপু নিজেই ছেলেকে নিয়ে ঈদ করেন। ঈদের দিন নিজ হাতে ছেলেকে নতুন জামা পরিয়েছেন। নিজের ফেসবুকে ছেলের দুটো ছবি শেয়ার করেছেন অপু বিশ্বাস। সেখানে দেখা গেছে, ছোট্ট আব্রাম ঈদের পাঞ্জাবি আর মাথায় টুপি পরে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঈদ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ