Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

বুড়িচংয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায়

বুড়িচং (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ জুন, ২০১৮, ৫:৫৪ পিএম

কুমিল্লার বুড়িচং উপজেলায় পবিত্র ঈদ উল ফিতরের ৫ দিন অতিবাহিত হওয়ার পর ও কুমিল্লা বুড়িচং ভায়া মিরপুর সড়কে সিএনজি চালকরা ২৫ টাকার ভাড়া ৫০ থেকে ৬০ টাকা ও ৬০ টাকার ভাড়া ১২০ থেকে ১৩০ টাকা আদায় করে ছাড়ছে। ঈদের ৫ দিন অতিক্রান্ত হওয়ার পরও সিএনজি চালকদের এমনতর ভাড়া আদায়ের বিরুদ্ধে ভুক্তা অধিকার সংরক্ষণ আইন ১৪৫ এর সংশ্লিষ্ট ধারায় কুমিল্লা ভায়া বুড়িচং মিরপুর সড়কে সিএনজি থামিয়ে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে কিনা তা জিজ্ঞাসাবাদ পূর্বক গতকাল ২০ জুন বিকেলে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয় । যৌথভাবে উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার ইমরুল হাসান এবং সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া আফরিন। এতে ৮ টি বিভিন্ন সিএনজি চালক থেকে যারা অতিরিক্ত ভাড়া আদায় করছেন তাদের কাছ থেকে ১ হাজার ৯ শ’ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া, রেজিস্ট্রেশন বিহীন সিএনজি বিরুদ্ধে ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। এসময় থানা পুলিশের এসআই কামাল হোসেন সঙ্গীয় ফোর্স ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভ্রাম্যমাণ আদালত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ