বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গফরগাঁও উপজেলায় এক মাদক ব্যবসায়ীসহ পৃথক মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে মাদক ব্যবসায়ীর দেহ তল্লাশি করে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আজ বুধবার সকালে গ্রেপ্তারদের ময়মনসিংহ জেল হাজতে পাঠানো হয়েছে।
থানা সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে গাঁজা বিক্রির সময় উপজেলার শাখচূড়া গ্রামের হারুন অর রশিদের ছেলে মাদক ব্যবসায়ী আল মামুনকে (২০) গ্রেপ্তার করে। এ সময় অজ্ঞাত মাদকসেবীরা পালিয়ে যায়। পরে পুলিশ আল মামুনের দেহ তল্লাশি করে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করে।
একই রাতে পুলিশ পৃথক মামলার পরোয়ানাভুক্ত আসামি উপজেলার দেউলপাড়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মাসুদ রানা (৩৮) ও গোবরী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে নাজমুল হককে (২৮) গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান আকন্দ বলেন, গ্রেপ্তারদের ময়মনসিংহ জেল হাজতে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।