Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুবলীগ নেতার শরীরে ছাত্রলীগ নেতার ১৮ কোপ

| প্রকাশের সময় : ১৯ জুন, ২০১৮, ১২:০০ এএম

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা : পিরোজপুরের মঠবাড়িয়ায় শামীম মাহমুদ হাওলাদার (৪০) নামে এক যুবলীগ নেতাকে প্রতিপক্ষ ছাত্রলীগ নেতা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে। রোববার সন্ধ্যায় উপজেলার ভগিরথপুর বাজারে এ হামলার ঘটনা ঘটে। পূর্ব শত্রæতার জের ধরে স্থানীয় মিরুখালী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি লাভলু তালুকদারের নেতৃত্বে একদল দুর্ববৃত্ত ধারালো অস্ত্র দিয়ে যুবলীগ নেতার শরীরে ১৮টি কোপ দিয়ে মারাতœক যখম করে ফেলে রেখে চলে যায়।
স্থানীয়রা আহত যুবলীগ নেতা শামীমকে উদ্ধার করে বরিশাল শেওে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। শামীম উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ও ছোট শৌলা গ্রামের আবদুল মন্নান মাষ্টার হাওলাদারের ছেলে।
স্থানীয়দের সূত্রে জানাগেছে, মঠবাড়িয়ার ভগিরথপুর গ্রাম্য বাজারে একটি ভিটির জমি দখল নিয়ে শামীম মাহমুদ ও লাভলু তালুকদারের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। কয়েকমাস পূর্বে ওই জমির দখল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘষের ঘটনা ঘটে। এসময় লাভলু তালুকদারকে কুপিয়ে গুরুতর যখম প্রতিপক্ষ যবলীগ নেতা শামীম ও তার দলবল। ওই ঘটনার জের ধরে স্থানীয় ভরিথপুর বাজারে রোববার সন্ধায় আওয়ামীলীগ নেতা আবদুস ছত্তার মেম্বরের অফিস কার্যালয় যুবলীগ নেতা শামীম মাহমুদ অবস্থান করলে সাবেক ছাত্রলীগ নেতা লাভলু তালুকদার দলবল নিয়ে ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এসময় তারা শামীমের সারা শরীরে ধারালো অস্ত্র দিয়ে ১৮টি কোপ দিয়ে গুরুতর জখম কওে পালিয়ে যায়।
এ ব্যাপারে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ ( তদন্ত) মোহাম্মদ মাজহারুল আমীন জানান, হামলার ঘটনা মৌখিকভাবে অবহিত হয়েছি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুবলীগ

১১ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ