বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
যশোরের অভয়নগরে দু’দল মাদক ব্যবসায়ীর ‘বন্দুকযুদ্ধে’ এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। সোমবার ভোরে নওয়াপাড়া পৌর এলাকার শেষপ্রান্ত চেঙ্গুটিয়ায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
নিহত শহীদুল ইসলাম (৩৮) অভয়নগর উপজেলার বুইকারা গ্রামের নূর ইসলামের ছেলে। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।
অভয়নগর থানার ওসি শেখ গনি মিয়া জানান, নওয়াপাড়া পৌর এলাকার শেষপ্রান্ত চেঙ্গুটিয়ায় দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে বন্দুকযুদ্ধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে। একইসঙ্গে ঘটনাস্থল থেকে একটি পাইপগান, ২ রাউন্ড গুলি ও ১২০পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরে স্থানীয়রা নিহতের নাম-পরিচয় শনাক্ত করে। পুলিশ নিহতের লাশ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ওসি আরও জানান, নিহত শহীদুল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।