বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিলেট মহানগর আওয়ামী লীগের এক বর্ধিত সভা আজ সোমবার (১৮ জুন) সকাল ১১টায় তালতলাস্থ হোটেল গুলশানে সভা অনুষ্ঠিত হবে। দলীয় সুত্র জানিয়েছে- আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখেই এ সভার আহবান করেছে মহানগর আওয়ামী লীগ। এদিকে, আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের ভাগ্য নির্ধারণ হবে আগামী ২২ জুন। এদিন দলীয় সভানেত্রী শেখ হাসিনার উপস্থিতিতে মনোনয়ন বোর্ডের সভা থেকে সিলেটসহ তিন সিটিতে আওয়ামী লীগের প্রার্থীর নাম ঘোষণা করা হবে।
আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার জন্য নেতাদের কেন্দ্র থেকে দলীয় মনোনয়ন ফরম কিনতে হবে। ১৮ জুন থেকে ২১ জুনের মধ্যে মনোনয়ন ফরম কিনে তা মনোনয়ন বোর্ডে জমা দিতে হবে। ২২ জুন প্রত্যাশীদের তালিকা থেকে সবদিক বিবেচনা করে সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা করবে আওয়ামী লীগ। আজকের সভায় সিটি নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা করা হবে। এতে সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সকল সদস্য এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাকবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ও সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ। ২২ জুন প্রার্থী বাচাই চুড়ান্ত ঘোষনার ব্যাপারে ব্যবাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেন- আজ ১৮ জুন থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে। যা ২১ জুনের মধ্যে জমা দিতে হবে। ২২ জুন মনোনয়ন বোর্ডের সভা থেকে কাকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হবে সেটি ঘোষণা করা হবে। এদিকে, সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মাঝে মুল আলোচনায় আছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুল আনোয়ার আলোয়ার এবং শিক্ষা বিষয়ক সম্পাদক আজাদুর রহমান আজাদ। এছাড়া দলীয় নেতাদের বাইরে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করছেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।