Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পহেলা বৈশাখে গ্রামীণ খেলা

প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : বাংলা নববর্ষ উপলক্ষ্যে বগুড়ায় আয়োজন করা হচ্ছে গ্রামীণ খেলাধুলার। আর তা করছে বগুড়া থিয়েটার। ওয়ালটন গ্রæপের পৃষ্ঠপোষকতায় ১৪ এপ্রিল বগুড়া পৌর পার্কে শুরু হবে এই গ্রামীণ খেলাধুলার আসর। গোল্লাছুট, দাঁড়িয়াবান্দা, পাতা খেলা, লাঠি খেলা, মোরগ লড়াই, কানামাছি, বৌচি- এ সবই গ্রামীন খেলা। রাজধানীর নতুন প্রজন্ম এসব খেলা সম্পর্কে প্রায় অজ্ঞ। এই খেলাগুলোকে বাঁচিয়ে রাখতে ও তরুণ প্রজন্মের কাছে পরিচিত করে তুলতে কাজ করে যাচ্ছে বিভিন্ন সংগঠন। এদের মধ্যে অন্যতম বগুড়া থিয়েটার। এই সংগঠনটির একান্ত প্রচেষ্টায় আয়োজন হচ্ছে পাঁচদিন ব্যাপী গ্রামীণ খেলাধুলার। প্রতিযোগিতা শেষ হবে ১৮ এপ্রিল। ১৯ এপ্রিল অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণী ও সমাপণী অনুষ্ঠান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পহেলা বৈশাখে গ্রামীণ খেলা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ