বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
যথাযথ ধর্মীয় মর্যাদা আর আনন্দ উৎসাহের মধ্যে দিয়ে দেশের দক্ষিণাঞ্চলে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে। একমাসের সিয়াম সাধনার পরে শুক্রবার সন্ধ্যায় ঈদের চাঁদ দেখার সাথেই ছোট-বড় সকলেই ঈদের আনন্দে মেতে ওঠে। তবে ঈদ উদযাপনের নামে বরিশাল মহানগরীর বিভিন্ন এলাকায় কতিপয় উচ্ছৃঙ্খল ছিচকে মাস্তান ও উঠতি মাস্তানদের পাড়া মহল্লায় আলোক সজ্জার আড়ালে বিকট শব্দের গান বাজনায় সুস্থ পরিবেশ বিপন্ন হয়ে পড়ে। মহানগর পুলিশ অবশ্য রাত ১২টার পরে নগরীর কয়েকটি এলাকার মাইক বন্ধ করে দেয়।
দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলে সকাল ১০টায়। সারা দেশ থেকে বিপুল সংখ্যক জাকেরান ও আশেকান সহ মুসুল্লিয়ানগন এখানে ঈদের জামাতে নামাজ আদায় শেষে বিশ্ব জাকের মঞ্জিলের পীর ছাহেব হজরত মাওলানা শাহসুফী সৈয়দ খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) ছাহেবের রওজা শরিফ জিয়ারত করেন।
এছাড়া বরিশালের চরমোনাই দরবার শরীফ, ছারছিনা দরবার শরিফ, ঝালকাঠি কায়েদ সাহেব হুজুরের দরবার শরিফ ও পটুয়াখালীর মীর্জাগঞ্জের হজরত ইয়ারউদ্দিন খলিফা (রঃ)-এর দরবার শরিফে ঈদের বড় জামাত অনুষ্ঠিত হয়।
বরিশালের উজিরপুরের গুঠিয়ার বায়তুল আমান জামে মসজিদের ঈদ জামাতেও বিপুল সংখ্যক মুসুল্লি নামাজ আদায় করেন। বরিশাল মহানগরীর ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। সিটি মেয়র আহসান হাবীব কামাল ছাড়াও বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার এবং জেলা প্রশাসক সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও সাধারণ মুসুল্লীয়ানগন এখানে ঈদের নামাজ আদায় করেন। এবারো বরিশাল কেন্দ্রীয় ঈদগাহে মহিলাদের জন্য ঈদের নামাজ আদায়ের বিশেষ ব্যবস্থা করা হয়।
এছাড়া নগরীর জামে কসাই মসজিদ, চক বাজার জামে এবায়েদুল্লাহ মসজিদ, বায়তুল মোকারারম মসজিদ ও পুলিশ লাইন্স মাঠে দু’টি করে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। ডিআইজি ও পুলিশ সুপার সহ সর্বস্তরের পুলিশ কর্মীগন এখানে ঈদ জামাতে নামাজ আদায় করেন। জাকের পার্টির উদ্যোগে নগরীর স্ব-রোডে মোহনা কমিউনিটি সেন্টারে ঈদ জামাতে বিপুল সংখ্যক মুসুল্লীয়ান ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে এখানে তবারকও বিতরণ করা হয়।
বরিশাল নগরী সহ পটুয়াখালী, ভোলা, পিরোজপুর, বরগুনা ও ঝালকাঠি জেলায় এবার সহস্রাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে বলে জাতীয় ইমাম সমিতি সূত্র জানিয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।