Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লক্ষ্মীপুরের ‘অল ইউথ সোসাইটি’ উদ্যোগে অসহায় ছাত্র-ছাত্রীদের মাঝে ঈদ উপহার বিতরণ

| প্রকাশের সময় : ১৫ জুন, ২০১৮, ১২:০০ এএম

প্রেস বিজ্ঞপ্তি : লক্ষ্মীপুরের অন্যতম সেচ্ছাসেবী সংগঠন ‘অল ইউথ সোসাইটি’ প্রতিষ্ঠাকাল থেকে লক্ষ্মীপুর সদরের হত-দরিদ্র. শিক্ষার্থীদের বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে। তারই ধারাবাহিকতায় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সদরের মুক্তারামপুর প্রাথমিক বিদ্যালয় ও পশ্চিম গোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৭০ জন অসহায় ছাত্র-ছাত্রীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। এই সময় উপস্থিত ছিলেন ২নং দক্ষিণ হামছাদি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নজির আহমদ পাটওয়ারী, পালেরহাট বণিক সমিতির সাবেক সভাপতি এ,কে,এম ফরিদ উদ্দিন, পূর্বগোপিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হাফিজুর রহমান বিটু, পূর্ব নন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নিজামউদ্দিন রনিসহ বিভিন্ন স্কুলের শিক্ষক, অভিভাবক এবং ‘অল ইউথ সোসাইটি’ এর কেন্দ্রীয় ও আঞ্চলিক সমন্বয়কবৃন্দ। আজ শুক্রবার পালের হাটে প্রায় আরো শতাধিক অসহায় ছাত্র-ছাত্রীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হবে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয় তারা প্রতিবছর শুধু ঈদ উপহার বিতরণ নয় রক্তদান কর্মসূচি, মাদকে বিরুদ্ধে সচেতনতা তৈরি, গরিব শিক্ষার্থীদের বিনামূল্যে পড়ালেখার উপকরণ বিতরণসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম করে। যারা তাদের এসকল কার্যক্রমে সহযোগিতা করেছেন সংগঠনের পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয় ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঈদ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ