Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি ঘোষণা

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৫ জুন, ২০১৮, ১২:০০ এএম

সিলেট সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার দিনই অনুমোদন পেলো সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নতুন কমিটি। গত বুধবার রাতে ছাত্রদলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশীদ মামুন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আকরামুল হাসান এ দুটি কমিটি অনুমোদন দেন। সিটি নির্বাচনের পাশাপাশি এবছরই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এসব নির্বাচনের ঠিক পূর্ব মূহূর্তে সিলেটে ছাত্রদলের নতুন কমিটি দেওয়া হলো। নির্বাচন মুর্হুতে কমিটি ঘোষনায় নতুন উদ্যেম পেয়েছে ছাত্রদলের নেতাকমীরা। ২৮ সদস্য বিশিষ্ট জেলা ছাত্রদলের কমিটিতে আলতাফ হোসেন সুমনকে সভাপতি, দেলোয়ার হোসেন দিনারকে সাধারণ সম্পাদক ও আব্দুল মোতাক্কাবীর সাকীকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। অপর দিকে মহানগর ছাত্রদলের ২৯ সদস্য বিশিষ্ট কমিটিতে সুদীপ জ্যোতি এষকে সভাপতি, ফজলে রাব্বী আহসানকে সাধারণ সম্পাদক ও রুবেল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। জেলা ছাত্রদলের অন্য গুরুত্বপূর্ণ পদপ্রাপ্তরা হচ্ছেন- সিনিয়র সহ সভাপতি নজরুল ইসলাম, সহ সভাপতি এনামুল হক, মাসরুর রাসেল, জুবের আহমদ জুবের, আবুল কালাম, শিহাব খান, এনামুল কবির চৌধুরী সোহেল, জহুরুল ইসলাম রাসেল, মিনার হোসেন লিটন, ওসমান হারুন পনির, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম, সোহেল ইবনে রাজা প্রমূখ



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছাত্রদল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ