Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

৩ মিনিটেই...

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৫ জুন, ২০১৮, ১২:০০ এএম

নগরীর আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সামনে প্রাইভেট কার রেখে এটিএম বুথে টাকা তুলে যান মোটর পার্টস ব্যবসায়ী মকবুল হোসেন মোল্লা। গাড়িটি ছিল লক করা। তিন মিনিট পর ফিরে এসে দেখেন গাড়ির লক খোলা। ভেতরে থাকা দামি ল্যাপটপ, ৬৫ হাজার নগদ টাকা, প্রয়োজনীয় কাগজপত্রে একটি ব্যাগ ও স্কুলের একটি ব্যাগ হাওয়া। ঘটনার আকস্মিকতায় হতবিহ্বল ওই ব্যবসায়ী। পরে তিনি ছোটেন থানায়। থানায় গিয়ে অভিযোগ করার পর পুলিশ নামে অভিযানে। তবে এখনো ওই ডিজিটাল চোরকে ধরতে পারেনি পুলিশ। ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) জহির হোসেন গতকাল (বৃহস্পতিবার) ইনকিলাবকে বলেন, অভিনব কায়দায় মুহূর্তে এ চুরির ঘটনা নজিরবিহীন। এটি আমাদের কাছেও নতুন অপরাধ। তবে তিনি আশাবাদী ভিডিও ফুটেজ ধরে অপরাধীকে শনাক্ত করা যাবে। নগরীর বিভিন্ন এলাকায় বিশেষ করে বাণিজ্যিক এলাকায় প্রায় এ ধরনের ঘটনা ঘটছে বলে জানান সংশ্লিষ্টরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ