মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকোতে প্রথমবারের মতো একজন কৃষ্ণাঙ্গ নারী মেয়র নির্বাচত হয়েছেন। ৫০ শতাংশের বেশি ভোট পেয়ে লন্ডন ব্রিড নামের ওই নারী বুধবার মেয়র নির্বাচিত হন। যুক্তরাষ্ট্রের বর্তমানে ১৯ জন নারী কৃষ্ণাঙ্গ মেয়র রয়েছেন। প্রতিবেদনে বলা হয়, ব্রিডের আর্থিক অবস্থা আগে খুব একটা ভালো ছিল না। দরিদ্রতার মধ্য দিয়েই দাদীর কাছে সরকারি বাসায় থেকে বড় হয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের বড় ১৫ টি শহরের মধ্যেই ৪৩ বছর বয়সী লন্ডনই একমাত্র নারী মেয়র। এর আগে তিনি সান ফ্রান্সিসকোর সরকারি আইনী কমিটি বোর্ড অব সুপারভাইজর এর প্রেসিডেন্ট ছিলেন। গত ডিসেম্বরেই শহরের মেয়র এড লি’র মৃত্যুর পর ভারপ্রাপ্ত মেয়র হিসেব দায়িত্ব পালন করে আসছিলেন ব্রিড। এরপর ৫ জুন নির্বাচন হলেও ফল আসতে দেরী হয়। প্রতিদ্ব›িদ্বতা খুবই জোরালো হওয়ায় হাজার হাজার প্রাদেশিক ব্যালটবাক্সগুলো আলাদা করে গুণতে হয়েছে নির্বাচন কমিশনকে।বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।