Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হামলাকারীদের সমর্থন করে না ব্রিটিশ মুসলিমরা : জরিপ

প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইউরোপের কয়েকটি দেশে জঙ্গিদের বোমা হামলার পর থেকে পাশ্চাত্যের দেশগুলোতে একদিকে বেড়েছে ভীতি অন্যদিকে বেড়েছে মুসলিম বিদ্বেষ। অনেকেরই ধারণা, হামলাকারীদের প্রতি সহানুভূতি আছে মুসলিমদের। তবে সে ধারণা ভুল প্রমাণিত হয়েছে সাম্প্রতিক এক জরিপে। যুক্তরাজ্যে চালানো ওই জরিপে দেখা যায়, ব্রিটিশ মুসলিমদের ৯৬ শতাংশেরই আত্মঘাতী বোমা হামলাকারীদের প্রতি কোনো সহানুভূতি নেই। যেকোনো অবস্থায় ব্রিটেনের প্রতিষ্ঠানগুলোর প্রতিই তাদের সমর্থন এবং সহানুভূতি রয়েছে। ব্রিটিশ টেলিভিশন চ্যানেল ফোরর এক জরিপে উঠে এসেছে এসব তথ্য। এক হাজার ৮১ জন ব্রিটিশ মুসলিমের ওপর চালানো জরিপটিকে আগের যে কোনো জরিপের চেয়ে সঠিক বলছে চ্যানেলটি। কারণ, এই জরিপে কোনো সংস্থাকে মাধ্যম হিসেবে ব্যবহার না করে তারা সরাসরি অংশগ্রহণকারীদের সাথে কথা বলেছে। ইসলামের নামে সহিংসতা প্রত্যাখ্যান এবং এ ব্যাপারে নিজেদের তীব্র প্রতিক্রিয়ার কথা জানায় ব্রিটেনের মুসলিমরা। ৯৬ শতাংশ ব্রিটিশ মুসলিমই জানায়, আত্মঘাতী হামলকারীদের প্রতি তাদের কোনো সহানুভূতি নেই এবং রাজনৈতিক কর্মকা-ের অংশ হিসেবে সন্ত্রাসবাদী কার্যক্রমও তারা সমর্থন করেন না। জরিপে দেখা যায়, ৯১ শতাংশ মুসলিম নিজের স্থানীয় এলাকার প্রতি বিশেষ অনুভূতি পোষণ করেন। এর আগে পুরো যুক্তরাজ্যের ওপর এক জরিপে উঠে এসেছিল মোট ব্রিটিশদের ৭৬ শতাংশ নিজের এলাকার প্রতি বিশেষ অনুভূতি পোষণ করেন। এছাড়া মুসলিমদের বসবাসের জন্য যুক্তরাজ্যকে একটি ভালো স্থান হিসেবে মনে ৮৮ শতাংশ মুসলিম। ইসলামের মৌলিক কিছু শিক্ষা এবং বিধানের বিষয় বাদ দিলে ৭৮ শতাংশ ব্রিটিশ মুসলিমই নিজেদের ব্রিটিশ জীবনধারার সাথে মিলিয়ে ফেলতে চায়। এছাড়া জরিপে সমকামীতার ব্যাপারেও নিজেদের মতামত তুলে ধরেছেন মুসলিমরা। ৫২ শতাংশ মনে করেন, সমকামীতাকে যুক্তরাজ্যে বৈধতা দেয়া উচিত না এবং ৪৭ শতাংশ মনে করেন, স্কুলে সমকামিতা শিক্ষা দেয়া অগ্রহণযোগ্য। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হামলাকারীদের সমর্থন করে না ব্রিটিশ মুসলিমরা : জরিপ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ