Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

আশাশুনির খোলপেটুয়া নদীর বেড়িবাধ ভেঙে ৫ গ্রাম প্লাবিত

সাতক্ষীরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ জুন, ২০১৮, ২:৩২ পিএম

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় খোলপেটুয়া নদীর বেড়িবাধ ভেঙে পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে। ভেসে গেছে অসংখ্য মৎস্য ঘের, ধ্বসে পড়েছে বহু কাঁচা ঘর-বাড়ি।


বৃহস্পতিবার (১৪ জুন) দুপুরে উপজেলার আনুলিয়া ইউনিয়নের বিছট গ্রামের স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাহেব আলী মোল্লার বাড়ি ও বিছট জামে মসজিদ পয়েন্টে বেড়ি বাধ ভেঙে নদী গর্ভে বিলীন হয়ে যায়।


স্থানীয়রা জানান, দুপুরে জোয়ারের তোড়ে হঠাৎ বিছট সরকারি প্রাথমিক বিদ্যালয় পয়েন্টে বেড়িবাধ ভেঙে লোকালয়ে পানি ঢুকতে শুরু করে। এর পরপরই সাহেব আলী মোল্লার বাড়ি ও বিছট জামে মসজিদ পয়েন্টে বেড়ি বাধ ভেঙে যায়। এতে ইউনিয়নের বল্লবপুর, আনুলিয়া, বিছট, ঘরালি, নয়াখালি গ্রামসহ আশপাশের এলাকা প্লাবিত হয়েছে। ভেসে গেছে এসব গ্রামের অসংখ্য মৎস্য ঘের। বিছট জামে মসজিদ বর্তমানে নদীর মধ্যে।


এ ব্যাপারে স্থানীয় আনুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর আলম লিটন জানান, খোলপেটুয়ার বেড়িবাধ ভেঙে ছয় গ্রাম প্লাবিত হয়েছে। এখনো হু হু করে লোকালয়ে পানি ঢুকছে। দু’দিন পরেই ঈদ কি হবে বলতে পারিনে।


তিনি অভিযোগ করে বলেন, পানি উন্নয়ন বোর্ডকে বারবার বলা সত্ত্বেও তারা জরাজীর্ণ বেড়িবাধ সংস্কারে কোন উদ্যোগ নেয় না। এখন মরতে হবে আমাদের।


তিনি বলেন, জোয়ার নেমে গেলে এলাকাবাসীকে নিয়ে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাধ সংস্কার কাজ শুরু করা হবে।
এ ব্যাপারে আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফফারা তাসনীন জানান, সংশ্লিষ্টদের দ্রুত রিপোর্ট করতে বলা হয়েছে। বাধ সংস্কারে উদ্যোগ নেওয়া হচ্ছে।


পানি উন্নয়ন বোর্ডের এসও মশিউল আবেদীন জানান, ভাঙনকবলিত এলাকা সংস্কারে রিং বাধ দেওয়ার কাজ শুরু হয়েছে। জোয়ারের জন্য একটু সমস্যা হচ্ছে। আশা করি দ্রুত কাজ শেষ হয়ে যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ