বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে চার গ্রাম প্লাবিত হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) ভোররাতে প্রতাপনগরের কোলা পয়েন্টে অন্তত দেড়শ ফুট বেড়িবাধ ভেঙে নদী গর্ভে বিলীন হয়ে যায়।
প্রতাপনগর ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন বলেন, শনিবার ভোরে প্রবল জোয়ারের চাপে কোলার জরাজীর্ণ বেড়িবাধ ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে লোকালয়ে পানি ঢুকে পড়ে। এতে কোলা, হিজলা, মাড়িয়ালা ও হাজরাখালি গ্রামের নি¤œাঞ্চল প্লাবিত হয়েছে। এসব গ্রামের চারহাজার বিঘার বেশী মাছের ঘের ভেসে গছে।
সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড পওর-২ এর উপ সহকারী প্রকৌশলী মশিউল আবেদীন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, এই একই এলাকায় গত ২৮ মার্চ বেড়িবাঁধ ভেঙে নদীগর্ভে বিলীন হয়েছিল।
এছাড়া এই এলাকার বিপরীত দিকে একই ইউনিয়নের লঞ্চঘাট এলাকায় গত ৮ এপ্রিল কপোতাক্ষের বেড়িবাঁধ ভেঙে অনুরূপ ক্ষতি হয়।
এলাকার হাজার হাজার মানুষ করোনা পরিস্থিতির মধ্যে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করে ওই বেড়িবাঁধ ঠেকিয়ে রেখেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।