মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : বন্যপ্রাণী
সংরক্ষণের আওতায় বিশ্বে প্রথম বন্যবাঘের সংখ্যা বৃদ্ধির খবর জানা গেছে। গত এক দশক ধরে বন্যপ্রাণী সংরক্ষকদের নিবিড় পরিচর্যায় বাঘের সংখ্যা বৃদ্ধি সম্ভব হয়েছে। শেষ হিসাব মতে, বর্তমান বন্যবাঘের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৩,৮৯০টি। গত এক দশক আগে এই সংখ্যা ছিল ৩,২০০টি। যে সব দেশে বন্যবাঘের সংখ্যা বৃদ্ধি পেয়েছে সেই সব দেশ হলো ভারত, নেপাল, রাশিয়া ও ভুটান। এই প্রসঙ্গে ডব্লিউ ডব্লিউ এফ ইন্টারন্যাশনাল জানিয়েছে, আমরা এই প্রথমবার পরিসংখ্যানের মাধ্যমে জানতে পারলাম সারা বিশ্বে যে সময়ে বাঘের সংখ্যা হ্রাস পাচ্ছিল সেই সময়েই বন্যবাঘ তার সংখ্যা বিস্তার করেছে। সংস্থার পক্ষ থেকে আরো জানানো হয়েছে, আমরা বন্যবাঘ প্রজাতি রক্ষার ব্যাপারে বিশেষ আশাবাদী। এই কাজটিকে এগিয়ে নেওয়া যায় সংশ্লিষ্ট দেশ ও তার স্থানীয় সরকারের সহযোগিতায়, যারা বন্য বাঘ সংরক্ষণের জন্য লালনভূমি ও বিচরণ ক্ষেত্রের মূল তত্ত্বাবধায়ক। এই সংবাদটি এমন এক সময়ে প্রকাশ পেলো, যখন প্রস্তুতি চলছে ভারতে বন্যবাঘ সংরক্ষণের ব্যাপারে আলোচনা অনুষ্ঠানের। স্কাই নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।