Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নওগাঁয় মাদকবিরোধী অভিযানে আটক ১৬

নওগাঁ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ জুন, ২০১৮, ১২:০০ এএম

নওগাঁর নিয়ামতপুরে র‌্যাব-পুলিশের মাদকবিরোধী যৌথ অভিযানে ১৪ জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও ২ জনকে অর্থদন্ড প্রদান করা হয়েছে। জানা যায়, গত মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোঃ মাহফুজুল আলম ও অতিরিক্ত পুলিশ সুপার র‌্যাব-৫ (চাঁপাইনবাবগঞ্জ) আবুল খায়ের, দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ নাজমূল হকে যৌথ নেতৃত্বে নিয়ামতপুর থানার এসআই আসাদ, এসআই চিত্তরঞ্জনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বিভিন্ন গ্রামে র‌্যাব-পুলিশ যৌথভাবে মাদক বিরোধী অভিযান চালায় এতে ১২৫ গ্রাম গাঁজা, ইয়াবা, হেরোইনসহ ১৬ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৪ জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও ২ জনকে অর্থদন্ড প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোঃ মাহফুজুল আলম বলেন, আমরা মঙ্গলবার গোটা উপজেলার বিভিন্ন আদিবাসীসহ যেখানে যেখানে মাদক বিক্রয় হয় সেগুলোতে র‌্যাব এবং পুলিমের যৌথ সহযোগিতায় অভিযান চালাই। আরও অভিযানের পরিকল্পনা রয়েছে। সাথে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আফরোজা বেগম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাদকবিরোধী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ