বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বিশিষ্ট লেখক গবেষক ও চট্টগ্রামের বলাকা প্রকাশনের সত্তাধিকারী জামাল উদ্দিনকে হত্যার হুমকি দেয়া হয়েছে। এ প্রেক্ষিতে গতকাল মঙ্গলবার নগরীর কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন তিনি। কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন ইনকিলাবকে জানান, বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। একইসাথে তাকে নিরাপত্তাও দেয়া হচ্ছে। এ বিষয়ে জামাল উদ্দিন ইনকিলাবকে বলেন, অজ্ঞাত এক ব্যক্তি সোমবার রাতে তিন দফায় ফোন করে বলাক প্রকাশন বোমা মেরে উড়িয়ে দেয়া এবং তাকে প্রাণনাশের হুমকি দেন। বিষয়টি তিনি তাৎক্ষণিক পুলিশকে জানিয়েছেন উল্লেখ করে বলেন, পুলিশ দ্রæত হুমকি দাতাকে চিহ্নিত করার আশ্বাস দিয়েছেন। জামাল উদ্দিন চট্টগ্রামের সৃজনশীল প্রকাশক সমিতির সাধারণ সম্পাদকও। ১৯ বছর ধরে বলাকা প্রকাশন পরিচালনার পাশাপাশি তার দু’টি গবেষণা গ্রন্থ ছাড়াও বেশ কিছু প্রকাশনা রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।