মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : প্যারিস হামলার মূল পরিকল্পনাকারী আব্দেল হামিদ এবাউদের ১৫ বছর বয়সী ছোট ভাই ইউনিস এবাউদ ভ্রাতৃ হত্যার প্রতিশোধ নিতে বেলজিয়ামের উদ্দেশ্যে সিরিয়া ত্যাগ করেছেন বলে খবর পাওয়ার পর থেকে ইউরোপের সবগুলো দেশে পুলিশ সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে। এদিকে, ব্রাসেলসে ২২ মার্চের বোমা হামলার পরিকল্পনাকারীরা মূলত আবারও ফ্রান্সে হামলা চালানোর পরিকল্পনা করছিলো বলে জানিয়েছেন বেলজিয়ামের কৌঁসুলিরা। অন্যদিকে জার্মানির গোয়েন্দা প্রধান জার্মানির শহরগুলো আইএসের হামলার পরবর্তী লক্ষ্য বলে জানিয়েছেন। এ ধরনের তথ্য নিশ্চিত হওয়ার পর জার্মানিজুড়ে কড়া নিরাপত্তা গ্রহণ করা হয়েছে।
আইএসের ওয়েবসাইটে শিশু জিহাদি ইউনিস এবাউদ জানান, ২০১৪ সালের জানুয়ারিতে তার বয়স ছিলো মাত্র ১৩ বছর। তখন তার বড় ভাই আব্দেল হামিদ তাকে বেলজিয়াম থেকে সিরিয়ায় নিয়ে যায় এবং সেখানেই তিনি জিহাদি দলে যোগ দেন। প্যারিস ম্যাচে’র খবরে বলা হয়, সকাল ১০টায় সিরিয়ায় পৌঁছে ফেব্রুয়ারি মাসে ইউনিস বেলজিয়ামে তার বোন ইয়াসমিনাকে ফোনে জানায়, সে পৌঁছেছে।
এর আগে ফেসবুকে এক স্ট্যাটাসে হুমকি দেয়া হয় ইউনিস শিগগিরই তার ভাইকে হত্যার প্রতিশোধ নিতে বেলজিয়াম যাচ্ছে। ওয়েবসাইটে কালাসনিকভ হাতে ইউনিসের হাস্যোজ্জ্বল ছবিও প্রকাশ করা হয়। ইউনিসের বড় ভাই আব্দেলহামিদকে গত ১৩ নভেম্বরের প্যারিস হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে মনে করা হয়। ওই হামলায় ১৩০ জন নিহত হয়েছিলো। ওই ঘটনার এক সপ্তাহের মধ্যে প্যারিস উপকণ্ঠে সেইন্ট-ডেভিসে এক সন্ত্রাসবিরোধী অভিযানে সে নিহত হয়। এরা দু’ ভাই-ই ব্রাসেলরে শহরতলী মোলেনবেক থেকে এসেছে। এই স্থানটি মুসলিম অধ্যুষিত।
এদিকে, ব্রাসেলসে ২২ মার্চের বোমা হামলার পরিকল্পনাকারীরা মূলত আবারও ফ্রান্সে হামলা চালানোর পরিকল্পনা করছিলো বলে জানিয়েছেন বেলজিয়ামের কৌঁসুলিরা। এক বিবৃতিতে বেলজিয়ামের ফেডারেল প্রসিকিউটর বলেন, তদন্তে আমরা এমন অনেক তথ্য পেয়েছি যা দেখে বোঝা যাচ্ছে, প্রাথমিকভাবে ওই জিহাদি সেলটির আবারও ফ্রান্সে হামলা চালানোর পরিকল্পনা ছিলো।
কিন্তু আমাদের তদন্তের অগ্রগতি দ্রুত হওয়ায় তারা কিছুটা হতবাক হয়ে যায় এবং কাছের লক্ষ্যস্থল ব্রাসেলসে হামলা চালানোর সিদ্ধা নেয়। তদন্তে দেখা গেছে, গত বছর ১৩ নভেম্বর প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলার পরিকল্পনাকারীদের অনেকে বেলজিয়ামে বসবাস করতো।
প্যারিস হামলার অন্যতম প্রধান সন্দেহভাজন সালাহ আব্দেস্লামকেও ১৮ মার্চ বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস থেকে গ্রেপ্তার করা হয়। তার চারদিন পরই ব্রাসেলসে আত্মঘাতী হামলা চালানো হয়। মরক্কো বংশোদ্ভূত বেলজিয়ান বাবা-মা’র সন্তান আব্দেস্লাম ম্যাজিস্ট্রেটের সামনে দেয়া জবানবন্দিতে বলেন, ১৩ নভেম্বর তার প্যারিসের স্টেডিয়ামে আত্মঘাতী হামলা চালানোর কথা ছিলো। কিন্তু একদম শেষ মিনিটে সে হামলা না চলানোর সিদ্ধান্ত নেয়।
ওই দিন আব্দেস্লামের ভাই ব্রাহিম প্যারিসের একটি ক্যাফেতে আত্মঘাতী হামলা চালায়। প্যারিস হামলার পর সন্দেহভাজন হিসেবে ইউরোপের ওয়ান্টেড তালিকায় নাম ওঠে মোহাম্মদ আবরিনির। শুক্রবার তাকেও ব্রাসেলস থেকে গ্রেপ্তার করা হয়।
গত ২২ মার্চ ব্রাসেলস বিমানবন্দরে হামলার আগে সিসিটিভি ফুটেজে দুই আত্মঘাতী হামলাকারীর সঙ্গে হ্যাট মাথায় দেয়া তৃতীয় যে ব্যক্তিকে দেখা যায়, সে আবরিনি বলে ধারণা করা হচ্ছে। ৩১ বছর বয়সী আবরিনির বিরুদ্ধে শনিবার সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে হত্যার অভিযোগ আনা হয়েছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।