Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরকার গঠনে জোটবদ্ধ হলেন সদর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ জুন, ২০১৮, ১২:০০ এএম

ইরাকে সরকার গঠনে জোটবদ্ধ হলো দেশটির প্রধান দুই রাজনৈতিক জোট। গত মে মাসে অনুষ্ঠিত নির্বাচনে প্রথম ও দ্বিতীয় স্থানে ছিল যথাক্রমে মুক্তাদা আল সদর এবং ইরান সমর্থিত হাদি আল আমিরির জোট। মঙ্গলবার তারা জোটবদ্ধভাবে সরকার গঠনের লক্ষ্যে ঐক্যের ঘোষণা দিয়েছে। নাজাফে এক যৌথ সংবাদ সম্মেলনে এ সমঝোতার ঘোষণা দেন সায়িরুন জোটের প্রধান মুক্তাদা আল সদর এবং ফাতাহ জোটের প্রধান হাদি আল আমিরি। তারা উভয়েই শিয়াপন্থী হিসেবে পরিচিত। মুক্তাদা আল সদরএর আগে আম্মার হাকিমের নেতৃত্বাধীন আল-হিকমা ও আয়াদ আলাভির নেতৃত্বাধীন আল-ওয়াতানিয়া জোটও মুক্তাদা আল সদরের নেতৃত্বাধীন ‘সায়িরুনে’র সঙ্গে সরকার গঠনে একমত হয়েছে। গত ১২ মে অনুষ্ঠিত নির্বাচনে সায়িরুন জোট ৫৪, ফাতাহ জোট ৪৭, আল-ওয়াতানিয়া জোট ২২ এবং আল-হিকমা জোট ১৯টি আসন পেয়েছে। দেশটির পার্লামেন্টে মোট ৩২৯টি আসন রয়েছে। ইরাকের পার্লামেন্ট স¤প্রতি ৫ থেকে ১০ শতাংশ ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছে। তবে এরইমধ্যে বাগদাদে ব্যালট পেপার রাখার সবচেয়ে বড় গুদামে আগুন লেগে বিপুলসংখ্যক ব্যালট পেপার পুড়ে গেছে। তবে এ ঘটনায় নতুন করে নির্বাচনের দাবি বাতিল করে দিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদী। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, যারা রাজনৈতিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে তাদের শাস্তির মুখোমুখি করা হবে। অগ্নিকান্ডের ঘটনায় অভিযুক্ত চার ব্যক্তিকে গ্রেফতারের আদেশ দিয়েছেন আদালত। অভিযুক্তদের মধ্যে তিনজন পুলিশ সদস্য ও একজন নির্বাচন কমিশনের কর্মী। মিডল ইস্ট আই।



 

Show all comments
  • সরদার সিরাজ ১৪ জুন, ২০১৮, ১১:২৯ এএম says : 0
    শক্তিশালী সরকার গঠন এবং গণতন্ত্র ্ও সুশাসন প্রতিষ্ঠা করা আবশ্যক।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সরকার গঠনে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ