Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাম্পের মুখোমুখি হতে রাজি পুতিন, তবে...

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ জুন, ২০১৮, ১২:০০ এএম

ওয়াশিংটন প্রস্তুত থাকলেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পাশাপাশি কানাডার কুইবেকে জি-৭ আউটরিচ সম্মেলনে পুনরায় রাশিয়াকে অন্তর্ভুক্ত করার সুপারিশের জন্য ট্রাম্পকে স্বাগত জানান তিনি। চীনের কিংদোও শহরে সম্মেলনের এক ফাঁকে পুতিন সাংবাদিকদের জানান, অস্ট্রিয়াসহ বেশ কিছু দেশ ট্রাম্পের সঙ্গে তাঁর বৈঠকের আয়োজন করতে চেয়েছে। এ সময় পুতিন আরও জানান, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অনেকবার বলেছেন যে এ ধরনের বৈঠক হতে পারে। অবশ্যই আমার কাজের সূচি অনুযায়ী বৈঠকটি অনুষ্ঠিত হবে।’ যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার অভিযোগ ছিল, ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের নির্বাচনে পুতিন ট্রাম্পকে সাহায্য করেছেন। যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ নেতা প্রেসিডেন্ট ট্রাম্প এর আগেও কয়েকবার রাশিয়ার সঙ্গে সম্পর্ক ঠিক করতেও চেয়েছেন। জি-৭ সম্মেলনে ট্রাম্পের বক্তব্যকে স্বাগত জানিয়ে পুতিন বলেন, রাশিয়ার আবার যোগদান করলে জি-৭ থেকে ফের জি-৮ এ রূপান্তরিত হবে। এদিকে, বহিষ্কৃত রাশিয়াকে আবারো অন্তর্ভুক্তির ব্যাপারে ট্রাম্পের প্রস্তাবে জি-৭ এর অন্যান্য সদস্য দেশগুলো আপত্তি তুলেছে। এর আগে হোয়াইট হাউসে বৈঠকের জন্য পুতিনকে আমন্ত্রণ জানান ডোনাল্ড ট্রাম্প। ফোনেই পুতিনকে আমন্ত্রণ করেন ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্প ফোনে বলেন, রুশ প্রেসিডেন্ট হোয়াইট হাউস সফরে গেলে তিনি খুশি হবেন এবং এই সফরের পর তিনি সফরে রাশিয়া যেতে পারলেও খুশি হবেন। রয়টার্স, স্পুটনিক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্পের


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ