Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গর্জনিয়ায় বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ১২ জুন, ২০১৮, ৪:১৪ পিএম

রামুর গর্জনিয়া ইউনিয়নের পশ্চিমবোমাংখিল গ্রামে বন্যার পানিতে ডুবে তিন বছরের এক শিশু প্রাণ হারিয়েছে।

আজ মঙ্গলবার দুপুর বেলা এই ঘটনা ঘটে। শিশুটির নাম মোহাম্মদ জুনায়েদ। আর তার বাবা হলেন একই গ্রামের নুরুল হুদা।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল আলম মুঠোফোনে বলেন, বন্যার পানি বেড়ে যাওয়ায় নিচু এলাকা থেকে নিরাপদ আশ্রয়ে ছুটছিলেন নুরুল হুদার পরিবার। এরই মধ্যে তাঁর শিশু সন্তান জুনায়েদ পানিতে ডুবে যায়। পরিবারের সদস্যরা অল্পক্ষণ পর তাকে উদ্ধার করে গর্জনিয়া বাজারের একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

এদিকে গর্জনিয়া ইউনিয়নের সামাজিক উদ্যোক্তা শাহারিয়ার ওয়াহেদ চৌধুরী বলেন, কয়েক দিনের ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গর্জনিয়া ও কচ্ছপিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে বন্যা দেখা দিয়েছে। গর্জনিয়া সেতুর ঝুঁকিপূর্ণ এপ্রোচটিও নদীগর্ভে ফের বিলীন হতে চলেছে।

কচ্ছপিয়া ইউনিয়নের যুবনেতা রেজাউল করিম টিপু বলেন, ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার পানিতে দোছড়ি নারিকেল বাগান অংশটি আবারও ভেঙে যাচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিশুর মৃত্যু

১ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ