পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ইনকিলাব ডেস্ক : দেশের পৃথক স্থানে দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। দুর্ঘটনার মধ্যে সড়ক দুর্ঘটনায় নওগাঁয় ২, টাঙ্গাইল, ফরিদপুরে ১ জন করে, বিদ্যুৎস্পৃষ্টে চট্টগ্রামে ৩ এবং পানিতে ডুবে ফরিদপুরে ৩ জন নিহত হয়েছেন। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্য নিয়ে রিপোর্ট :
চট্টগ্রাম ব্যুরো জানায়, নগরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ভারী বর্ষণে পানিতে বিদ্যুতায়িত হয়ে দুজনের মৃত্যু হয়। নিহতরা হলেন- ফাতেমা আক্তার মিম (৮), শহীদুল ইসলাম (১৯) এবং অজ্ঞাত এক তরুণ বিদ্যুৎ মিস্ত্রি (২০)। ফাতেমা নগরীর বাকলিয়া থানার মরিচের মিল এলাকার শাহ আলমের মেয়ে। পুলিশ জানায়, বাকলিয়ার মরিচের মিল এলাকায় রাতে ভারী বর্ষণে বাসায় পানি উঠে যায়। ফাতেমা বাসার দরজা ধরে দাঁড়ালে বিদ্যুায়িত হয়। রাত ১০টার দিকে ফাতেমাকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে গতকাল (সোমবার) সকাল সাড়ে ৬টার দিকে নিউমার্কেটের ছাদে আলোকসজ্জার কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাতনামা ওই তরুণ মারা যান। ফায়ার সার্ভিসের নন্দনকানন স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মান্নানের নেতৃত্বে একটি দল তাকে উদ্ধার করে।
নওগাঁ জেলা সংবাদদাতা জানান, নওগাঁর মান্দায় সিএনজি অটোরিকশা-পিকআপ ভ্যানের সংঘর্ষে শিশুসহ দুইজন নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের মান্দা উপজেলার চেয়ারম্যানের মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার সূর্যনারায়ণপুর গ্রামের তৌফিক এলাহীর ছেলে ইব্রাহীম হোসেন (৬৫) এবং বিলউপরাইল গ্রামের আলমগীর হোসেনের মেয়ে রুপাইয়াপ খাতুন (১৪)। পুলিশ সূত্রে জানা গেছে, ইব্রাহীম ও রুপাইয়াপ সোমবার সকালে সিএনজি অটোরিকশাযোগে মান্দা থেকে নওগাঁ যাচ্ছিলেন। অপরদিকে নওগাঁ থেকে একটি পিকআপ ভ্যান মান্দার দিকে যাচ্ছিল। উপজেলার চেয়ারম্যানের মোড় এলাকায় ওই সময় অটোরিকশা-পিকআপ ভ্যানের মধ্যে সংর্ঘষে হয়। এতে সিএনজি অটোরিকশার দুই যাত্রী ইব্রাহীম ও রুপাইয়াপ নিহত হয়েছেন। মান্দা থানার ওসি আনিছুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেন।
টাঙ্গাইল জেলা সংবাদদাতা জানান, টাঙ্গাইলের ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় আজমল হোসেন (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। সোমবার (১১ জুন) সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ব্রাহ্মণশ্মশান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রাহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
ফরিদপুর জেলা সংবাদদাতা জানান, ফরিদপুরের ভাঙ্গায় ঈদের বাজার করতে গিয়ে জুলেখা বেগম(৬৫) নামে এক মহিলা বাসচাপায় নিহত হয়েছে। গতকাল সোমবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের পূর্বসদরদী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুলেখা বেগম উপজেলার খামিনারবাগ গ্রামের জালাল মোল্লার স্ত্রী। ভাঙ্গা হাইওয়ে থানার ওসি এজাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন।
এছাড়া ,ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের কাঠালবাড়িয়া গ্রামে পানিতে ডুবে তিন ভাই বোনের মৃত্যু হয়েছে। নিহত মিম (৪), জিমি (৭) ও সাজ্জাদ (৫) চাচাতো ভাইবোন। মিম কাঠালবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণিতে ও জিমি ও সাজ্জাদ সদরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখা করতো বলে প্রাথমিকভাবে জানা গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।