Inqilab Logo

শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

রোহিঙ্গা ক্যাম্পে দেয়াল ধসে শিশু নিহত

উখিয়া (কক্সবাজার) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ জুন, ২০১৮, ১২:০০ এএম

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ভারি বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় মাটির দেওয়াল ধসে তিন বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। এতে আহত হয়েছে শিশুটির মা’ও।
গতকাল সোমবার ভোরে উখিয়ার কুতুপালং ডি বøকের-রোহিঙ্গা ক্যাম্পের ৮ নম্বর পাহাড়ে এ ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম জানা যায়নি। তবে সে আব্দুর শুক্কুরের ছেলে বলে জানা গেছে। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নিকারজ্জামান চৌধুরী বলেন, ‘গত ২ দিন ধরে উখিয়ায় ভারী বৃষ্টিপাতের সঙ্গে ঝড়ো হাওয়া বইছে। ভোরে কুতুপালং ডি-৭ রোহিঙ্গা ক্যাম্পের ৮ নম্বর পাহাড়ের একটি বাড়ির মাটির দেওয়াল ধসে পড়ে। এতে ৩ বছরের এক শিশু নিহত এবং তার মা আহত হয়।’ তিনি আরও বলেন, ‘নিহত শিশুর লাশ উদ্ধার করে ক্যাম্পের স্থানীয় এক হাসপাতালে রাখা হয়েছে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ