বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত ৭ সদস্যের তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছেন বলে জানা গেছে।
রোববার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে তদন্ত কমিটি এ প্রতিবেদনটি জমা দেয় বলে নিশ্চিত হওয়া গেছে।
তদন্ত কমিটির প্রধান ও কক্সবাজারস্থ শরণাথী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে।
প্রতিবেদনে অগ্নিকাণ্ডর কারনসহ অগ্নিকাণ্ড রোধে বেশ কিছু সুপারিশও করা হয়েছে।
উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে গত ২২ মার্চ বিকেলে সংঘটিত এক ভয়াবহ অগ্নিকাণ্ডে এই এলাকার চারটি ক্যাম্পে প্রায় ১০ হাজার রোহিঙ্গা বসতি ও বিভিন্ন স্থাপনা পুড়ে যায়।
এতে গৃহহীন হয়ে পড়ে অন্তত ৪৫ হাজার পরিবারের লক্ষাধিক রোহিঙ্গা। এ ঘটনায় সরকার এ পযন্ত ১১ জনের মৃত্যু নিশ্চিত করেছে।
২০১৭ সালের ২৫ আগস্টের পর মিয়ানমারে বল প্রয়োগে বাস্তুচ্যুত হয়ে সাড়ে আট লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে।
এর আগে আসা আরো ৩ লাখ সহ নতুন পুরাতন মিলে ১১ লাখেরও বেশি রোহিঙ্গা এখন উখিয়া ও টেকনাফের ৩৪ টি ক্যাম্পে বসবাস করছে।
প্রশ্ন উঠেছিল অগ্নিকাণ্ডের ঘটনা নিচক দুর্ঘটনা নাকি এটি রোহিঙ্গাদের ঘিরে কোন দুর্বৃত্ত চক্রের নাশকতা। রিপোর্টটি প্রকাশ করা হলে তা পরিষ্কার হবে বলে ধারণা করা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।