পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
শবে কদর ও ঈদুল ফিতরের ছুটির মাঝখানে খোলার দিন আগামী বৃহস্পতিবারও পুঁজিবাজার বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পরিষদ ওই দিন বিশেষ ছুটির সিদ্ধান্ত অনুমোদন করেছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। আগামীকাল বুধবার শবে কদর উপলক্ষে শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকবে। এরপর ঈদের ছুটি শুরু হবে শুক্রবার থেকে। মাঝখানে একদিন বৃহস্পতিবার খোলার দিন ছিল। সেটাও এখন ছুটির আওতায় এলো। চাঁদ দেখাসাপেক্ষে ঈদের ছুটি শেষে সোমবার বা মঙ্গলবার থেকে আবার সকাল সাড়ে ১০টা থেকে লেনদেন শুরু হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।