প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
প্রতিভাবান কন্ঠশিল্পী আফরিন মন্নি ঈদে ‘ভালোবাসা দে’ শিরোনামের একটি গানে কন্ঠ দেওয়ার পাশাপাশি মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন। এই গানের মাধ্যমে সঙ্গীত জগতে প্রবেশ করলেন তিনি। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন রোহান খান। রোমান্টি গানটি আইটেম সং হিসেবে মিউজিক ভিডিওতে রূপান্তরিত করা হয়েছে। এতে আফরিন মনির বিপরীতে অভিনয় করেছেন জুয়েল নীল। মিজিক ভিডিওটির দৃশ্য ধারণ করা হয়েছে পুবাইলের বিভিন্ন লোকেশনে। আফরিন মনি বলেন, খুবই চমৎকার একটি গান। এই গানটির মাধ্যমে দর্শকদের মাঝে নিজেকে উপস্থাপন করতে যাচ্ছি। আমি সত্যি ভাগ্যবাতী যে আমার গানটি ঈদে রিলিজ হচ্ছে। আশা করি, দর্শকরা গানটি ভালোভাবে নিবেন। গানটির সুরকার ও গীতিকার প্লাবন কোরেশী, সঙ্গীতায়জনে জাহিদ বাশার পঙ্কজ ও কোরিগ্রাফি করেছেন নুহুরাত চৌধুরী। আফরিন মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত হয়েছে এটি। এছাড়াও আফরিন মনির চারটি গানের ভয়েস দিয়েছেন। গানগুলো ঈদের পর মিউজিক ভিডিও করে রিলিজ দেয়া হবে বলে জানান আফরিন মনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।