মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে কারিগরি কর্মীদের ভুলে একটি পরমাণু ওয়ারহেড বহনকারী ক্ষেপণাস্ত্র ‘মিনিটম্যান’ অকেজো হয়ে গেছে। এর ফলে মিনিটম্যানটি ছোড়ার অনুপযুক্ত হয়ে গেছে বলে মার্কিন বিমান বাহিনী স্বীকার করেছে। ক্ষেপণাস্ত্রটি ভূগর্ভের সাইলোতে মোতায়েন ছিল এবং ঘটনার ২০ মাসেরও বেশি সময় পরে তা প্রকাশ করেছে মার্কিন বিমান বাহিনী। ২০১৪ সালের ১৭ মে’র এ ঘটনার জন্য মার্কিন বিমান বাহিনীর তিন কর্মীকে দায়ী করা হয়েছে। ঘটনার পর অকেজো পরমাণু ক্ষেপণাস্ত্রটিকে সাইলো থেকে সরিয়ে নেয়া হয়। পরমাণু ক্ষেপণাস্ত্রটি মেরামতে ১৮ লাখ ডলার ব্যয় হয়েছে বলেও জানানো হয়।এই ঘটনা তদন্ত করেছে মার্কিন সেনাবাহিনীর তদন্ত বিভাগ। অবশ্য প্রতিবেদনকে গোপনীয় হিসেবে ঘোষণা করা হয়েছে। এ সংক্রান্ত আর কোনো তথ্য প্রকাশ করে নি মার্কিন বিমান বাহিনী। সম্ভাব্য পরমাণু হামলা ঠেকানোর জন্য মাটির নীচের অনেকগুলো সাইলোতে মিনিটম্যান মোতায়েন রেখেছে আমেরিকা। এ ধরনের প্রতিটি ক্ষেপণাস্ত্র এলাকা গড়ে উঠেছে প্রায় তিন একর জায়গা নিয়ে। মাটির নীচের নিয়ন্ত্রণ কেন্দ্রের সঙ্গে প্রতিটি ক্ষেপণাস্ত্র এলাকার যোগাযোগ রয়েছে। ওয়েবসাইট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।