Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তোমাদের বাবাকে ছাড় দিও না -সংবাদ সম্মেলনে ফেন্সির স্বজনরা

| প্রকাশের সময় : ১১ জুন, ২০১৮, ১২:০০ এএম

চাঁদপুর থেকে স্টাফ রিপোর্টার : চাঁদপুরে অধ্যক্ষ শাহীন সুলতানা ফেন্সি হত্যাকাÐের ন্যায় বিচার নিয়ে শঙ্কাবোধ করছে তার মেয়ে ও স্বজনরা। এ কারনে রোববার চাঁদপুর প্রেসক্লাবে নিহতের স্বজনরা সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে নিহতের ছোট মেয়ে ডা. ফাতিমা শাহীন পুষ্প বলেন, বাবা অ্যাড. জহিরুল ইসলামই আমার মায়ের খুনি। মা জীবদ্দশায় আমাদের বলতেন, যদি তার অস্বাভাবিক মৃত্যু হয়, তবে তোমাদের বাবাকে ছাড় দিও না। গত ৪ জুন সন্ধ্যায় পূর্ব পরিকল্পিতভাবে দ্বিতীয় স্ত্রীর প্ররোচনায় ও সহযোগিতায় আলামত নষ্ট করে খুনকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেন। খুনের ঘটনার আলামত নষ্ট এবং আগে-পরের নানা ঘটনাই প্রমাণ করে বাবা অ্যাড. জহিরুল ইসলাম মায়ের খুনি।
লিখিত বক্তব্যে ডা. ফাতিমা শাহীন পুষ্প দাবি করেন, তার বাবা চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম ৪ বছর আগে জুলেখা বেগম নামে স্বামী পরিত্যক্ত দুই সন্তানের জননীর সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে সবার অগোচরে বিয়ে করেন। মহিলার গর্ভে তখন একটি কন্যা সন্তান ছিল। বাবার অনৈতিক সম্পর্ক ও পরবর্তীতে বিয়ে করা আমরা ও মা কখনোই মেনে নেইনি। মায়ের সাথে এ নিয়ে বাবার প্রায়ই ঝগড়া-বিবাদ হতো শারিরীক ও মানসিক নির্যাতন করতো। বাবা প্রকাশ্যেই মাকে জীবননাশের হুমকি দিতো। তার দ্বিতীয় স্ত্রীও মোবাইলে মাকে হত্যার হুমকি দিতো।
তারা দাবি করেন, অ্যাড. জহিরুল ইসলাম প্রভাবশালী হওয়ায় এবং চাঁদপুর বারের আইনজীবীদের ভুমিকাসহ নানাহ কারনে হত্যাকান্ডে ন্যায় বিচার থেকে তারা বঞ্চিত হতে পারে। মায়ের খুনিদের যথাযথ শাস্তি চান শাহীন সুলতানা ফেন্সির মেয়েরা।
সংবাদ সম্মেলন উপস্থিত ছিলন, নিহতের বড় ভাই মো. নঈমুদ্দিন খান, মো. নাছির উদ্দিন খান, ছোট ভাই মো. ফোরকান উদ্দিন খান, বড় জামাতা আরিফুর খান, বড় মেয়ে ফারজানা শাহীন পদ্ম, ছোট মেয়ে ফাতেমা শাহীন পুষ্প প্রমুখ।
নিহত অধ্যক্ষ শাহীন সুলতানা ফেন্সি জীবদ্দশায় ফরিদগঞ্জ গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ এবং বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। তিনি চাঁদপুর মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভানেত্রী ছিলেন।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংবাদ সম্মেলন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ