Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১১ জুন, ২০১৮, ১২:০০ এএম

প্যাকেটের গায়ে মেয়াদ আছে, প্যাকেট খুলতেই দেখা গেলো মেয়াদোত্তীর্ণ কসমেটিকস। ক্রেতারা প্যাকেট দেখে পণ্য কিনে প্রতারিত হচ্ছেন। ‘ম্যাক’ ‘রেভলন’ বিখ্যাত ব্রান্ডের কসমেটিকস, আন্তর্জাতিক বাজারেই যার মূল্য বেশ চড়া, সেই পণ্য বিক্রি হচ্ছে একশ থেকে দুশ টাকায়। অভিনব এ প্রতারণার চিত্র দেখা যায় নগরীর আগ্রাবাদ-লাকি প্লাজার বিভিন্ন কসমেটিকসের দোকানে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গতকাল (রোববার) সেখানে অভিযান চালিয়ে দুইজন ব্যবসায়ীকে জরিমানা করেন। জব্দ করা হয় বিপুল পরিমাণ প্রসাধন সামগ্রী। ভ্রাম্যমাণ আদালত দেখতে পান, কসমেটিকসের দোকানে যেসব পণ্য বিক্রি হচ্ছে, তার উৎপাদনের তারিখ নেই, নেই মেয়াদ উত্তীর্ণের তারিখ। অথচ কসমেটকসের মত স্পর্শকাতর পণ্যে এসব থাকা বাধ্যতামূলক। ধারণা করা হচ্ছে, বিদেশী নামিদামি বিভিন্ন ব্রান্ডের পণ্যের নকল করে এই পণ্য বাজারে ছাড়া হয়েছে, এই কারণে কোন মেয়াদ উল্লেখ নেই, সত্যিকারের বাজার মূল্যের চেয়ে পণ্যগুলোর মূল্য অস্বাভাবিক কমও। এছাড়াও বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে বেশকিছু মেয়াদোত্তীর্ণ কসমেটিক জব্দ করা হয় ও পরবর্তীতে তা সবার সামনে ধ্বংস করা হয়। দুটি দোকানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারায় ৬ হাজার জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া মুন এবং নওশের ইবনে হালিম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভ্রাম্যমাণ আদালত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ