Inqilab Logo

শনিবার, ০১ জুন ২০২৪, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর সাথে লড়ছেন পিডিবি প্রকৌশলী

পাবনা থেকে, স্টাফ রিপোটার | প্রকাশের সময় : ১১ জুন, ২০১৮, ১২:০০ এএম

পাবনায় বিদ্যুৎ-এ দগ্ধ হয়ে পাবনা পিডিবি’র প্রকৌশলী মেহেদী হাসান মৃত্যুর সাথে লড়ছেন। শনিবার দিবাগত রাত ৩টার দিকে পাবনার উপর হালাকা ঝড় বয়ে যায় । এ সময় বজ্রপাত ও বৃষ্টিতে বিদ্যুৎ সঞ্চালন বন্ধ হয়ে যায় । গতকাল রবিবার সকাল ৮টার দিকে বিদ্যুৎ প্রকৌশলী মেহেদী (৪০) পাবনা শহরের পাওয়া হাউজে অবস্থিত ৩৩ কেভি লাইনের একটি ট্রান্সফরমার ঠিক করার সময় বিদ্যুত্যায়িত হন। তার শরীর ঝলসে যায় । তাৎক্ষণিকভাবে তাকে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এর কিছুক্ষণ পর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটি স্থানান্তর করা হয়। সেখানে তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন বলে দাপ্তরিক সূত্রে জানা গেছে। সূত্র মতে, ট্রান্সফরমারে কাজ করার সময় বিদ্যুৎ না থাকায় পাবনা নুরপুর ও লষ্করপুর গ্রীড কন্ট্রোল দপ্তর থেকে পাওয়ার হাউজের ট্রান্সফরমার সার্ট ডাউন করার ফলে হঠাৎ করে জাতীয় গ্রীডে বিদ্যুৎ সঞ্চালন হলে প্রকৌশলী মেহেদী বিদ্যুতায়িত হয়ে দগ্ধ হন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ