Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আশুলিয়ায় বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, সাভার থেকে : | প্রকাশের সময় : ২২ জুন, ২০২১, ১২:০০ এএম

ঢাকার সাভারের আশুলিয়ায় বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল আশুলিয়ার টঙ্গাবাড়ী এলাকার মাদবর বাড়ির খাঁন ইকুইপমেন্ট নামের একটি মোটর গ্যারেজে এ ঘটনা ঘটে। নিহত আল আমীন টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার মানিকপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে। সে খাঁন ইকুইপমেন্ট নামের মোটর গ্যারেজের শ্রমিক।

আশুলিয়া থানার এসআই আল মামুন কবির বলেন, সকালে গ্যারেজে একটি গাড়ি পরিষ্কার করতে গিয়েছিলো আল আমীন। এসময় একটি পানির মোটরে বিদুতের সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। লাশ হাসপাতাল থেকে উদ্ধার করে তার পরিবারকে খবর দেয়া হয়েছে। পরিবার আসলে তাদের সাথে পরামর্শ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিদ্যুতায়িত যুবকের মৃত্যু
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ