Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শীর্ষ পদগুলোই ফাঁকা ভোগান্তিতে পাকুন্দিয়াবাসি

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ জুন, ২০১৮, ১২:০০ এএম

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ইউএনওসহ উপজেলা প্রশাসনের একাধিক গুরুত্বপূর্ণ পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। এ কারণে উপজেলার বিভিন্ন এলাকা থেকে সেবা নিতে আসা লোকজন দুর্ভোগ পোহাচ্ছেন। সংশ্লিষ্ট কর্মকর্তাকে সময় মতো না পেয়ে সেবা নিতে আসা লোকজন ঘুরে যাচ্ছেন এবং হয়রানির শিকার হচ্ছেন। এতে এলাকার উন্ননমূলক কাজ ব্যাহত হচ্ছে। ফলে এলাকাবাসির মনে ক্ষোভ বিরাজ করছে। জানা যায়, উপজেলা পরিষদের ১৭টি গুরুত্বপূর্ণ পদের মধ্যে উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও), উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। এসব গুরুত্বপূর্ণ পদে পার্শ্ববর্তী উপজেলার কর্মকর্তারা এ উপজেলায় এসে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। কিন্তু এসব কর্মকর্তারা এক দুই সপ্তাহেও একদিন আসেন না। এ কারণে উপজেলার একটি পৌরসভা ও নয়টি ইউনিয়ন থেকে সেবা নিতে আসা লোকজন সময়মতো কর্মকর্তাদের অফিসে না পেয়ে ঘুরে যাচ্ছেন এবং হয়রানির শিকার হচ্ছেন। এসব কর্মকর্তাদের পদ দীর্ঘদিন ধরে শূন্য থাকায় টিআর, কাবিখা-কাবিটাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের বিল বাউচার ফাইলবন্দি হয়ে রয়েছে। এসব ফাইল ছাড় করতে না পারায় সংশ্লিষ্ট শ্রমিকদের মুজুরি দেয়া সম্ভব হচ্ছে না। নারান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারমান ও উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মো.শফিকুল ইসলাম বলেন, জুন ক্লোজিং চলছে। এসকল কর্মকর্তাদের পদ শুন্য থাকায় বিভিন্ন প্রকল্পের অনুকূলে বিল পাশ করা সম্ভব হচ্ছে না। এতে এলাকার উন্নয়নমূলক কাজের মারাত্মক ব্যাঘাত ঘটছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শীর্ষ

২১ অক্টোবর, ২০২২
২১ অক্টোবর, ২০২২
১৬ সেপ্টেম্বর, ২০২২
১৬ সেপ্টেম্বর, ২০২২
৯ সেপ্টেম্বর, ২০২২
৯ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ