Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিম্ন ও মধ্যবিত্ত দমনের বাজেট দিয়ে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয় -বাংলাদেশ খেলাফত মজলিস

দুর্নীতি ও ব্যাংক লুটের বাজেট

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ জুন, ২০১৮, ১২:০০ এএম

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমান ও মহাসচিব মাওলানা মাহফুজুল হক ২০১৮-১৯ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট প্রতিক্রিয়ায় বলেন নির্বাচনী বাজেট ঘোষণার মধ্য দিয়ে সরকারী টাকায় দলীয় নির্বাচনের জন্য অবাধ দুর্নীতির দুয়ার খুলে দেয়া হয়েছে। বিশাল অংকের এ বাজেটের ঘাটতি মেটাতে ব্যাংক ঋণ নিয়ে বাংলাদেশের ব্যাংক খাত ধ্বংস করে দেয়ার নীল নক্সা করা হয়েছে। গতানুগতিক এ বাজেটের মধ্য দিয়ে গরীব ও মধ্যবিত্তের জন্য অশুভ সংকেত দেয়া হয়েছে। প্রতিটি বাজেটের সাথে সাথে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম দিগুণ লাভ করে। এতে করে নিম্ন ও মধ্যবিত্তের লোকগুলোকে জীবন যুদ্ধে লিপ্ত করা হয়েছে। গরীব ও মধ্যবিত্ত শ্রেণিকে আরও গরীব করে উন্নয়নশীল রাষ্ট্র গঠনের পরিকল্পনা জনগণের সাথে প্রতারণা ছাড়া কিছু নয়। আজ এক বিবৃতিতে নেতৃবৃন্দ এ বাজেট সংশোধন করে বাংলাদেশকে একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করার জন্য যথাযথ পরিকল্পিত ও সর্বজন স্বীকৃত বাজেট প্রণয়নের আহ্বান জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাজেট

১৩ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ