মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
উত্তর কোরীয় নেতা কিম জং উন সত্যিকার অর্থেই শান্তি প্রতিষ্ঠা চান কিনা তা বুঝতে এক মিনিটই যথেষ্ট সময়। সিঙ্গাপুরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকে ‘ভাল কিছু ঘটবে কি না তা এক মিনিটেই জানতে পারবেন’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার কানাডার কুইবেকে বিশ্ব অর্থনীতির সাত পরাশক্তির জোট জি-সেভেনের সম্মেলন ছেড়ে বেরিয়ে আসার পর এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় সিঙ্গাপুরের ওই শীর্ষ সম্মেলনকে ‘শান্তি মিশন’ বলে বর্ণনা করেন তিনি। তিনি বলেন, আমি মনে করি প্রথম মিনিটের মধ্যেই আমি জেনে যাব। শুধু আমার স্পর্শ, আমার অনুভূতিতে। এটাই আমি করি। “যদি আমার মনে হয় এটি হবে না, আমি আমার সময় নষ্ট করবো না। আমি তার সময়ও নষ্ট করতে চাই না।” ১২ জুন সিঙ্গাপুরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বৈঠক হওয়ার কথা। বৈঠকটি হলে এটি হবে উত্তর কোরিয়ার কোনো নেতার সঙ্গে দায়িত্বরত কোনো মার্কিন প্রেসিডেন্টের প্রথম বৈঠক। এই বৈঠকে উত্তর কোরিয়ার কাছে যুক্তরাষ্ট্রের প্রধান চাওয়া হবে দেশটির পারমাণবিক অস্ত্র কর্মসূচীর বর্জন; স¤প্রতি এই কর্মসূচী যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হয়ে দেখা দিয়েছে। ট্রাম্প বলেছেন, “আমার পরিষ্কার একটি উদ্দেশ্য আছে, কিন্তু আমাকে বলতে হবে- এটা এমন একটা কিছু হতে যাচ্ছে যা সর্বক্ষণ মুহূর্তের উদ্দীপনায় এগোবে। “আপনারা জানেন না। এর আগে এই পর্যায়ে এটি কখনো হয়নি। ইনি এমন একজন নেতা যার ব্যক্তিত্ব অজানা।” যুক্তরাষ্ট্র চাইলেও উত্তর কোরিয়া একতরফাভাবে নিজেদের অস্ত্র ত্যাগ করতে অস্বীকার করেছে এবং যুক্তরাষ্ট্রের আগ্রাসন বলে যাকে মনে করে, তার বিরুদ্ধে নিজেদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচীকে একটি প্রতিবন্ধক অভিহিত করে এর পক্ষে অবস্থান নিয়েছে। কোরিয়া যুদ্ধের জের হিসেবে দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের ২৮,৫০০ সেনা মোতায়েন আছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।