রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের জন্য দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে ফরিদপুরে সাবেক এক সংসদ সদস্য।
ফরিদপুরের নগরকান্দা ফুলসূতি প্রাথমিক বিদ্যালয় মাঠে গত শনিবার সন্ধ্যায় এই দোয়ার আয়োজন করা হয়। দোয়া মাহফিলে কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন। ফরিদপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী জুয়েলের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে বক্ত্য রাখেন ফুলসূতি ইউনিয়নের চেয়ারম্যান মো আরিফুজ্জমান আরিফ, ডাঙ্গী ইউপি চেয়ারম্যান কাজী আবুল কালামসহ স্থানীয় আ লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি সাইফুজ্জামান চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর জন্ম হয়ে ছিল বলেই দেশ স্বাধীন হয়েছে। আজ তার কন্যা দেশ পরিচালনা করছেন তাই অল্প সময়ে দেশ উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছে, যা অতীতে কেউ এভাবে পারেনি। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ পরিচালিত হচ্ছে বিধায় এটা সম্ভব হয়েছে। এই কারণে দেশে ও দেশের মানুষের ভাগ্য উন্নয়নে আবারো নৌকা প্রতীকে ভোট দেয়ার অনুরোধ জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।