Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুর্বল দেশগুলোকে পণ্য সুরক্ষার সুযোগ দিতে হবে : মাহাথির

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ জুন, ২০১৮, ১২:০০ এএম

প্রশান্ত মহাসাগরীয় বাণিজ্য চুক্তি বা ট্রান্স-পাসিফিক পার্টনারশিপ চুক্তি-টিপিপি নিয়ে পুনরায় পর্যালোচনার আহ্বান জানিয়েছেন মালয়েশীয় প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। তার দাবি, এমন চুক্তিতে মালয়েশিয়ার মতো ছোট দেশগুলো ক্ষতিগ্রস্ত হয়। শনিবার জাপানি সংবাদমাধ্যম নিকেইকে দেওয়া সাক্ষাতকারে মাহাথির বলেন, বিভিন্ন দেশের উন্নয়নের দিকে খেয়াল রেখেই এই চুক্তি করা উচিত। বিশ্বের শতকরা ৪০ ভাগ অর্থনীতি নিয়ন্ত্রণ করা ১২টি দেশের মধ্যে স্বাক্ষরিত এ চুক্তির লক্ষ্য ছিলো এশিয়া- প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর আন্তঃবাণিজ্যিক সব বাধা দূর করার পাশাপাশি সহজভাবে তথ্য-প্রযুক্তির নিরবচ্ছিন্ন প্রবাহ নিশ্চিত করা। মাহাথির মোহাম্মদ বলেন, ‘অপেক্ষাকৃত দুর্বল ও ছোট অর্থনীতির দেশগুলোকে তাদের পণ্য সুরক্ষার সুযোগ দিতে হবে। আমাদের টিপিপি নিয়ে আবার পর্যালোচনা করতে হবে।’ চলতি বছর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রই এই চুক্তি থেকে বেরিয়ে আসে। এরপর মাহাথিরের এই আহ্বান চুক্তিটির আরও বড় ধাক্কা হয়ে আসতে পারে। যুক্তরাষ্ট্র এই চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর এর নাম দেওয়া হয়েছে দ্য কম্প্রিহেনসিভ অ্যান্ড প্রগ্রেসিভ অ্যাগ্রিমেন্ট ফর ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ (সিপিটিপিপি)। বিশ্বের মোট ১৩ শতাংশ অর্থনীতি এই চুক্তির আওতায় থাকা দেশগুলো নিয়ন্ত্রণ করে। যুক্তরাষ্ট্র থাকলে এই পরিমাণ হতো ৪০ শতাংশ। মাহাথির এই চুক্তির প্রয়োজনীয়তা বা গুরুত্ব উড়িয়ে দেয়নি। কিংবা এখান থেকে বেরিয়ে যাওয়ারও কোন পরিকল্পনার কথা জানাননি। গত মাসে মালয়েশিয়ার নির্বাচনের নাজিব রাজাককে হারিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হন মাহাথির। এরপর থেকেই বেশ কয়েকটি প্রকল্প পর্যালোচনার কথা বলে আসছেন। নিকেইকে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেন, সবগুলো চুক্তিই পুনরায় পর্যালোচনা করা উচিত। এছাড়া দক্ষিণ চীন সাগরের কোড অব কন্ডাক্টও পর্যালোচনা করার কথা জানিয়েছেন। এটি নিয়ে বর্তমানে বেইজিং ও আসিয়ানের মধ্যে আলোচনা চলছে। মাহাথির জানান, তিনি এই অঞ্চলে রণতরীর উপস্থিতি চান না। নিকেই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পণ্য সুরক্ষার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ