Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ভারীবর্ষণে জনজীবন বিপর্যস্ত রেল-বিমান চলাচলে বিঘ্ন

মুম্বাইয়ে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকান্ডে আহত ২

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ জুন, ২০১৮, ১২:০০ এএম

ভারী বর্ষণের কারণে ভারতের পশ্চিম উপকূলবর্তী শহর মুম্বাইয়ের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃষ্টির কারণে অনেক এলাকাতেই পানিবদ্ধতা সৃষ্টি হয়েছে। প্রাকৃতিক এ দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যোগাযোগ ব্যবস্থায়। আবহাওয়াজনিত কারণে শনিবার তিনটি বিমানের যাত্রা বাতিল করতে হয়েছে। উঠা-নামায় দেরি হয়েছে ৩২টি ফ্লাইটের। স্থানীয় ট্রেনগৃলোও ১০ থেকে ১৫ মিনিট দেরিতে চলছে বলে জানিয়েছে এনডিটিভি। ভারতের আবহাওয়া বিভাগ মুম্বাইয়ে ভারী বর্ষণের ব্যাপারে শুক্রবারই সতর্ক করেছিল। পূর্বাভাসে উপকূলীয় রাজ্য কর্নাটক, গোয়া ও মহারাষ্ট্রের দক্ষিণেও তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে। বৃষ্টির কারণে মুম্বাইয়ের অনেক এলাকাতেই পানি জমে গেছে। এবারের বর্ষণ এবং তার পরবর্তী পরিস্থিতি ২০০৫ সালের চেয়েও ভয়াবহ হতে পারে বলে শঙ্কা অনেক আবহাওয়াবিদের। অপর দিকে, ভারতের মুম্বাইয়ের ফোর্ট এলাকার প্যাটেল চেম্বার্স বিল্ডিংয়ে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার ভোর সাড়ে চারটার দিকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। অগ্নিকান্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনীর ১৬টি গাড়ি। বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দুই দমকল কর্মী আহত হয়েছেন। কী কারণে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। প্রায় ১৫০ জন দমকলকর্মী একযোগে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন বলে জানিয়েছে দমকল বাহিনী। আগুনের কারণে বহুতল ভবনটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। মুম্বাইয়ের শহর কর্তৃপক্ষ ব্রিহনুমান মিউনিসিপাল কর্পোরেশন দুর্যোগ মোকাবেলায় সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে। বন্যায় আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য শহরের স্কুলগুলোকে প্রস্তুত রাখা হয়েছে। সব জ্যেষ্ঠ কর্মকর্তার সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। পানিবদ্ধপ্রবণ এলাকাগুলোতে অপেক্ষমান রাখা হয়েছে নৌবাহিনীর বেশ কয়েকটি ইউনিটকেও। জেলে এবং মাছ ধরার নৌকাগুলোকে সমুদ্রের বেশি গভীরে যাওয়ার ক্ষেত্রেও সতর্ক করা হয়েছে। মানখারডের পারেল ও আন্ধেরি স্পোর্টস কমপ্লেক্সে ভারতের দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনী এনডিআরএফের তিনটি ইউনিটতে মোতায়েন করা হয়েছে। বৃষ্টির কারণে পিচ্ছিল সড়কে গাড়ি চালাতে সতর্ক থাকার কথা বলেছে মুম্বাই পুলিশ। বাসিন্দাদের ঘরে থাকতে এবং নিয়মিত আবহাওয়া বুলেটিন শুনে সিদ্ধান্ত নিতেও পরামর্শ দিয়েছে তারা। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ