Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনার দাকোপে অস্ত্রসহ ৩ দস্যু গ্রেফতার

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ১০ জুন, ২০১৮, ১২:০০ এএম

খুলনার দাকোপ উপজেলার কালাবগী গ্রামস্থ ওয়াপদার পাশে অভিযান চালিয়ে অস্ত্রসহ তিন বনদস্যুকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ। এ ঘটনায় গতকাল দাকোপ থানায় তিন বনদস্যুর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে। আটককৃত আসামীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় প্রায় দু’ডজন মামলা রয়েছে। এরা ছিল দাকোপ সহ উপকুলীয়াঞ্চলের সাধারণ মানুষের কাছে মূর্তিমান আতংক।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ সূত্র জানায়, গতকাল জেলা ডিবি পুলিশ দাকোপ থানাধীন কালাবগী গ্রামস্থ ওয়াপদার পাশে অভিযান চালিয়ে তিন বনদস্যুকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের কাছ থেকে ২টি দেশি তৈরি বন্দুক, ১টি ব্যারেল, ১টি লোহার স্প্রিং, ২টি লোহা কাটা হেক্সো বেøড, ৪টি লোহার ফলা, বন্দুকে ব্যবহৃত ৩ রকমের কলকব্জা, ১টি পলি প্যাকেট, ১টি পুরাতন ছেঁড়া প্লাস্টিকের চালের বস্তা ও কয়েক টুকরো প্লাস্টিকের রশি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে- দাকোপ থানার কালাবাগী এলাকার কেরামত আলী শেখের পুত্র মোঃ আব্দুর রাজ্জাক শেখ (৬৫) ও তার দুই পুত্র মোঃ আসাদুল শেখ (৩০) ও মোঃ মোস্তফা শেখ (৩২)। এ সময় তাদের সহযোগি অজ্ঞাতনামা ২-৩ জন পালিয়ে যান। এ ঘটনায় গতকাল এস আই লুৎফর রহমান বাদী হয়ে দাকোপ থানায় অস্ত্র আইনের মামলা দায়ের করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অস্ত্রসহ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ