মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক অমর্ত্য সেন বলেছেন, বর্তমানে ভারতে যে অবস্থা বিরাজ করছে তাতে মনে হচ্ছে সাম্প্রদায়িকতার ভিত্তিতে একটি বিভক্তির বিকাশ ঘটানোর চেষ্টা হচ্ছে। এই পরি¯িতির কারণে অসাম্প্রদাকিকতা এখন বাজে শব্দ হিসেবে ব্যবহূত হচ্ছে। আর গণতন্ত্র ও ব্যক্তি স্বাধীনতা এর পরে এমনভাবে ব্যবহৃত হতে পারে। গত শনিবার কলকাতায় নেতাজি রিসার্চ ইন্সটিটিউটে এক অনুানে অমর্ত্য সেন বলেন, এখন অসাম্প্রদায়িকতাকে বাজে শব্দ হিসেবে ব্যবহার করা হচ্ছে, আর আমি সেদিন দেখার অপেক্ষায় আছি যেদিন গণতন্ত্র ও ব্যক্তি স্বাধীনতাও বাজে শব্দে পরিণত হবে।
নেতাজির জন্মদিন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অধ্যাপক অমর্ত্য সেন বলেন, সামাজিক বৈষম্য দূর করতে বর্তমান সরকার যথাযথ কাজ করছে না। এর আগের সরকারগুলো যথাযথ কাজ করেছে বলে আমার মনে হয় না। তিনি বলেন, নেতাজির ন্যায় বিচারের দর্শন আমাদের জীবনের সব ক্ষেত্রে বাস্তবায়ন জরুরি হয়ে পড়েছে। নেতাজির গোপন নথি প্রকাশের বিষয়ে তিনি বলেন, নেতাজির মৃত্যু নিয়ে বিতর্কের চেয়ে এখন তার জীবন ও কাজ নিয়ে বিতর্ক জরুরি। অনুষ্ঠানে ভারতের বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুরও উপস্থিত ছিলেন বলে এনডিটিভির এক খবরে বলা হয়েছে। এনডিটিভি, বিবিসি ও রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।