Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ফুলবাড়ী (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ জুন, ২০১৮, ১২:০০ এএম

দিনাজপুরের ফুলবাড়ীতে পৌর শহরে যত্রতত্র মালবাহী গাড়ি থামিয়ে মালামাল উঠা-নামার অভিযোগে পৃথক পৃথকভাবে ভ্রাম্যমাণ আদালতে দুই ড্রাইভারের ২ হাজার টাকা জরিমানা আদায় করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ এনামুল হক। ফুলবাড়ী পৌর বাজারে দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন সড়কে যত্রতত্র মালবাহী গাড়ী থামিয়ে মালামাল উঠা নামার কারণে ব্যবসায়ীসহ সাধারণ মানুষের প্রতিনিয়ত সমস্যার সৃষ্টি হবার কারণে গত ১৫ মে ফুলবাড়ী বাজারের ব্যবসায়ীরা বাদি হয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ জানালে গতকাল শুক্রবার এই অভিযান পরিচালিত হয়। গতকাল শুক্রবার বিকেল ৪টায় ফুলবাড়ী বাজার সড়কে হেরা ট্রেডার্স নামক দোকানে (ঢাকা মেট্রো-ট-১৮০৩-৪৬) মালামাল নামানোর সময় ট্রাক ড্রাইভার মোঃ রেজাউল করিম ভুট্টু কে স্থানীয় সরকার আইন ২০০৯ পৌরসভা আইনের ১০৯ ধারায় ১ হাজার টাকা ও মক্কা ট্রার্সপোট এজেন্সির একটি গাড়ীকে ১ হাজার টাকা জরিমানা আদায় করেন। এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: এনামুল হক জানান এধরনের অভিযান অব্যাহত থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভ্রাম্যমাণ আদালত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ