Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সবুজে ঢেকে গেছে পরিত্যক্ত বাড়িগুলো

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ জুন, ২০১৮, ১২:০০ এএম

যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। ঘরবাড়ি, দালান, উঠান থেকে রাস্তাঘাট সবই ঢেকে গিয়েছে ঘন লতাপাতায়। রাস্তার দু’ধারে মাথা উঁচু করে আছে আঙুরলতা। সবুজে ঢাকা বাড়ি! পাথরের দেয়াল, ছাদ, সিঁড়ি বেয়ে উঠে গেছে গুল্মলতা। জানালা-দরজাও বাদ পড়েনি। প্রকৃতি যেন নিজের হাতে সাজিয়েছে বাড়িগুলো। চীনের শেংশান দ্বীপের হউটোওয়ান গ্রামের চিত্র এটি। ঝেজিয়াং প্রদেশের এ গ্রামটি এক সময় সমৃদ্ধশালী মৎস্য শিকার কেন্দ্র ছিল। এখন এটি জনমানবশূন্য। পরিত্যক্ত জেলেপাড়ার দালানের প্রাচীর বেয়ে বেড়ে ওঠা লতাগুলো এতটাই পরিপাটি যেন নিপুণ হাতে গাঁথা। এখানে ২ হাজার জেলের বাস ছিল। ১৯৯০-এর দশকে তারা জীবিকা ও অর্থনৈতিক টানাপোড়েনে চীনের মূল ভূখন্ডে চলে যান। তাদের পরিত্যক্ত বাড়িগুলো এখন প্রকৃতির সাম্রাজ্য। দালানগুলো পরিত্যক্ত হওয়ার পর দীর্ঘসময় ধরে এসব লতানো গাছে ছেয়ে গেছে সমগ্র জায়গা। দ্বীপটিতে প্রকৃতি সংসার পেতেছে মনের মতো করে। বিশ্ব উষ্ণায়ন ও মাত্রা ছাড়া দূষণ যখন সবুজ প্রকৃতিকে ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছে, এই রকম একটা গ্রামের ছবি দেখে বিস্ময়ে হতবাক হয়েছে পুরো বিশ্ব। চারদিকে পাহাড়ে ঘেরা গ্রামটি এক সময় পাহাড় কেটেই তৈরি করা হয়েছিল বলে ধারণা করা হয়। ছোট ছোট মাটির বাড়িগুলোও পাহাড়ের ঢাল বেয়ে সাজানো। গ্রামটির আয়তন প্রায় ৫শ বর্গ কিলোমিটার। এক সময় প্রায় তিন হাজার মানুষের বাস ছিল এই গ্রামে। তাদের মধ্যে বেশিরভাগই ছিলেন পেশায় জেলে। কমপক্ষে ৬শ’ পরিবারের বাস ছিল এই গ্রামে। ১৯৫০ সালে পাহাড় কেটে গ্রামটি তৈরি করা হয়। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ