প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
অভিনেত্রী অপর্ণা ঘোষকে এবারের ঈদে বেশ কয়েকটি টেলিফিল্ম, খন্ড নাটক ও সাত পর্বের ঈদ ধারাবাহিকে দেখা যাবে। এছাড়াও নতুন একটি বিজ্ঞাপনে দেখা যাবে। এবারের ঈদে অপর্ণা যেসব কাজ করেছেন তার মধ্যে রয়েছে সাফায়েত মনসুর রানার নির্দেশনায় টেলিফিল্ম ‘সব মিথ্যে সত্য নয়’, নাটক সাজ্জাদ সুমনের ‘কেয়ারলেস মুখলেস’, ইমরাউল রাফাতের ‘পিছুটান’, রিপনের ‘প্রফেসর ডাবিøউ’ মিলন ভট্ট’র ঈদ ধারাবাহিক ‘হার্টফেল ফয়েজ’, সাজ্জাদ সুমনের ধারাবাহিক ‘ফুটবল ফারুক’। পাশাপাশি ‘প্রাণ ঝাল চানাচুর’র বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। এবারের নাটক ও টেলিফিল্মে কাজ করে তিনি খুশি। অপর্ণা বলেন, ‘আমি সবসময়ই বেছে বেছে কাজ করার চেষ্টা করি। তবে এবারের ঈদে কমেডি ঘরানার নাটকে, টেলিফিল্মে বেশি কাজ করা হয়েছে। কারণ দর্শক ঈদে কমেডি ঘরানার নাটক টেলিফিল্মই দেখতে চান। দর্শকের কথা যেমন নির্মাতারা বিবেচনা করেছেন, অভিনেত্রী হিসেবে আমিও সেই ধরনের স্ক্রিপ্টকেই প্রাধান্য দিয়েছি। আশা করি, আমার অভিনীত কাজগুলো দর্শকের ভালো লাগবে।’ অপর্ণা আরো বলেন, ‘এবারের ঈদে নতুন একটি বিজ্ঞাপনেও দর্শক আমাকে দেখতে পাবেন। বিরাট আয়োজনের মধ্যদিয়ে বিজ্ঞাপনটি নির্মিত হয়েছে। আমি খুবই আশাবাদী বিজ্ঞাপনটি নিয়ে।’ অপর্ণা জানান ঈদের আগেই বিজ্ঞাপনটি দেশের প্রায় সবগুলো চ্যানেলে প্রচার হবে। উল্লেখ্য অপর্ণা অভিনীত ‘সব মিথ্যে সত্য নয়’ এনটিভিতে, ‘কেয়ারলেস মুখলেস’ আরটিভিতে, ‘পিছুটান’ চ্যানেল নাইনে, ‘প্রফেসর ডাবিøউ’ আরটিভিতে, ‘হার্টফেল ফয়েজ’ আরটিভিতে এবং ‘ফুটবল ফারুকৎ আরটিভিতে প্রচার হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।